চট্টগ্রামে অপহরণের পেছনেও ‘সমন্বয়ক’, গ্রেপ্তার


চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামে অপহরণের ঘটনায় সমন্বয়ক পরিচয় দেওয়া চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে নগর পুলিশ।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কর্নেলহাট সিডিএ আবাসিকস্থ প্রভাতি এলাকার বাসা থেকে আবেদিন আল মামুন নামে একজনকে অপহরণ করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধির পরিচয়ে মুক্তিপণ আদায়ের উদ্দেশে তাকে তার নোহা গাড়িযোগে পতেঙ্গা সাগরপাড় এলাকা, পাহাড়তলীর কর্নেলহাট জোন্স রোড ও আকবরশাহ্ থানার বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে। এ সময় অপহরণ হওয়া আবেদিন আল মামুনের সঙ্গে জিম্মি অবস্থায় ছিল তার গাড়িচালক জুয়েলও।
নগর পুলিশের এসআই মো. ইমরান (মিডিয়া শাখা) জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সমন্বয়ক’ পরিচয়ে প্যাসিফিক জিন্সের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আবেদিন আল মামুনকে অপহরণ করা হয়। মুক্তিপণ হিসেবে নগদ পাঁচ লাখ টাকা এবং বাকি ১৫ লাখ টাকার একটি ব্যাংক চেক লিখে নিয়ে ভিকটিমকে নগরের অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল এলাকায় রেখে পালিয়ে যায়। পরে ভিকটিমকে তার গাড়িচালকসহ উদ্ধার করে অভিযান চালায় আকবর শাহ থানা পুলিশ। অভিযানে সমন্বয়ক পরিচয় দেওয়া চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- উত্তর কাট্টলীর জয়নাল আবেদিনের ছেলে নাজমুল আবেদিন, সিটি গেট এলাকার মাইনুল আমিন পারভেজের ছেলে নইমুল আমিন ইমন (২২), সিডিএ ১নং এলাকার বাসিন্দা আরাফাত হোসেন ফহিম (২২) ও রিসতি বিন ইউসুফ (২৩)।
ভিওডি বাংলা/এম
রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের মাঝে পানির বোতল বিতরণ করেছেন, স্বপ্নের ঠিকানা প্রকল্প
পটুয়াখালীর রাঙ্গাবালীতে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) স্বপ্নের ঠিকানা ব্রিজ প্রকল্প …

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
যৌতুক না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে মো. ছলেমান (৪১) …

টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে লংমার্চ
ফেনীতে প্রজন্মভিত্তিক টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে পানি উন্নয়ন …
