• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজধানীর শান্তিবাগে দোকানদারকে কুপিয়েছে দুর্বৃত্তরা

   ৯ মার্চ ২০২৫, ০৩:২৬ পি.এম.
ফাইল ছবি

ঢামেক প্রতিবেদক

রাজধানীর শাহজাহানপুর থানার শান্তিবাগ এলাকায় দোকানে ঢুকে দুর্বৃত্তরা রুহুল আমিন (৫৫) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে গুরুতর আহত করেছে। তার দুই হাতের রগ কর্তনসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মৃত আব্দুর রহমান এর ছেলে রুহুল আমিন। বর্তমানে শান্তিবাগ পানির পাম্প সংলগ্ন একটি পাঁচ তলা ভবনে থাকেন। ঐ ভবনের নিচ তলায় তার মুদি দোকানের ব্যাবসা প্রতিষ্ঠান ।

আহত দোকানির শ্যালক আমানউল্লাহ জানিয়েছেন, শান্তিবাগ পানির পাম্প সংলগ্ন বাসার নিচ তলায় তার ব্যবসা প্রতিষ্ঠান। আজ রোববার সকাল ৬টার দিকে দোকান খোলার পর পর দুর্বৃত্তরা তার দোকানে এসে তাকে জিম্মি করে তার চোখ বেঁধে ধারালো ছুরি দিয়ে ভিকটিমের দুই হাতের রগ কেটে দেয় এবং পায়ে ও বুকেসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত গুরুতর জখম করে।

তিনি বলেন, আমরা সংবাদ পেয়ে সেখান থেকে তাকে রক্তাক্ত অবস্থায় থেকে উদ্ধার করে সকাল ৮টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা গুরুতর। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার
যাত্রাবাড়ীতে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার
রাজধানীতে ৫০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ গ্রেপ্তার ৩
রাজধানীতে ৫০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ গ্রেপ্তার ৩
মগবাজারে দরজা ভেঙে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মগবাজারে দরজা ভেঙে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার