• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৪০০ কোটি

নতুন দলের নেতার বিরুদ্ধে কমিশন-বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ

   ১০ মার্চ ২০২৫, ০৬:৪৮ পি.এম.

 নতুন দলের নেতার বিরুদ্ধে কমিশন-বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক 

চলতি বছরে এনসিটিবির পাঠ্যবই ছাপার কাগজ থেকে ৪০০ কোটি টাকার বেশি কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে এনসিটিবির কয়েকজন কর্মকর্তাসহ গাজি সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরুদ্ধে। স্ট্যাটাসে তানভীরকে নতুন দলের নেতা হিসাবে উল্লেখ করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান ফেসবুক স্ট্যাটাসে এই অভিযোগ করেন। 

রাশেদ স্ট্যাটাসে লিখেছেন, ‘ডিসি নিয়োগের তালিকা চূড়ান্ত করার ক্ষেত্রে যে ছাত্র সমন্বয়কের নাম এসেছিলো, গাজী সালাউদ্দীন তানভীর ওরফে তানভীর আহমেদের। এনসিটিবি বিতর্কে তার নাম নতুন করে আলোচনায় এসেছে। চলতি বছরে এনসিটিবির পাঠ্যবই ছাপায় কাগজের বাজারদরের চেয়ে টনপ্রতি ১৫ থেকে ২৫ হাজার টাকা বেশি দিতে হয়েছে মুদ্রণপ্রতিষ্ঠানগুলোকে। নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে কাগজ না কিনলে বই ছাপার ছাড়পত্র মেলেনি। এভাবে শুধু কাগজ থেকে ৪০০ কোটি টাকার বেশি কমিশন বাণিজ্যের অভিযোগ এসেছে এনসিটিবির কয়েকজন কর্মকর্তাসহ এই গাজি সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরুদ্ধে  (ছাত্র সমন্বয় পরিচয়ে, তথ্যসূত্র: একটি অলাইনের নাম উল্লেখ করেছেন রাশেদ)।’ 

তিনি আরও লিখেছেন, ‘আমি তথ্য পেলাম, নতুন গঠিত রাজনৈতিক দলেও তার নাম অন্তর্ভুক্ত রয়েছে। তিনি যুগ্ম সদস্য সচিব হিসেবে দলে পদ পেয়েছেন। আমি সাংবাদিক ভাইদের বলবো, গাজী সালাউদ্দীন তানভীরকে নিয়ে আপনারা বিস্তার অনুসন্ধান করেন, অনেক তথ্য বের হয়ে আসবে। একজন অপরিচিত মানুষ কেন এতো প্রভাবশালী, আপনাদের কি জানতে ইচ্ছে করেনা?’

রাশেদ খানের এ অভিযোগের ব্যাপারে গাজি সালাউদ্দিন আহমেদ তানভীর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি এতটুকুই বলব, এখানে আমার কোনো অর্থনৈতিক সংশ্লিষ্টতা নেই। বরং নতুন বাংলাদেশে এনসিটিবিতে আগের সিন্ডিকেট ভাঙার চেষ্টা করেছি।  এছাড়া এ ধরনের অভিযোগ কেউ প্রমাণ করতে পারলে আমি শাস্তি মাথা পেতে নেব।   

তিনি আরও বলেন, প্রমাণ ছাড়া এই অভিযোগ আমাকে রাজনৈতিকভাবে হেনস্তা করার জন্য করা হচ্ছে। রাখাল রাহার সাথে আমাকে জড়ানোও একটা গোষ্ঠীর চক্রান্ত হতে পারে। আমি এই অভিযোগের সুষ্ঠু তদন্ত চাই।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় ঐকমত্য কমিশন অনৈক্য সৃষ্টি করেছে—সালাহউদ্দিন
জাতীয় ঐকমত্য কমিশন অনৈক্য সৃষ্টি করেছে—সালাহউদ্দিন
তৃতীয় লিঙ্গের সমঅধিকার নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের
তৃতীয় লিঙ্গের সমঅধিকার নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের
জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে : আমীর খসরু
জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে : আমীর খসরু