• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেখ পরিবারের বাগান বাড়িগুলোতে শুনশান নীরবতা

   ১০ মার্চ ২০২৫, ০৮:৪১ পি.এম.

গাজীপুর প্রতিনিধি

৭ মাস আগেও আগেও গাজীপুরে শেখ পরিবারের বাগান বাড়িগুলো ছিলো লোকে লোকারণ্য। সমাজের বিত্তবানদের আনাগোনা থাকতো এই এসব বাড়িতে। শেখ পরিবারের সদস্যদের বানানো এরকম বেশ কয়েকটি বাগান বাড়িতে ৫ আগস্টের পর নেমে এসেছে শুনশান নীরবতা। টিউলিপস টেরিটরিসহ চারটি বাগানবাড়ি এখন শেখ পরিবারের বিলাসী জীবনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।  

গাজীপুর শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে কানাইয়া এলাকায় গেলে চোখে পড়বে নান্দনিক এ বাগানবাড়িটি। এই বাড়ির ভেতরে রয়েছে বিশাল পুকুর, শান বাঁধানো ঘাট, অভিজাত ডুপ্লেক্স ও বাংলো। স্থানীয়রা জানান, বাগানবাড়িটির নাম টিউলিপস টেরিটরি। ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকীর নামে করা হয়েছে এ বাড়ির নামকরণ। গত ৫ আগষ্টের পর বাড়িটিতে এখন শুনশান নীরবতা।   

বাগানগুলোতে রয়েছে আম, নারিকেল, সুপারিসহ বিভিন্ন গাছপালা। যা নজর কাড়বে যে কারো। কিন্তু এমন আয়োজন উপভোগ করার মানুষ নেই সেখানে এখন। ক্ষমতা হারানোর পর বাড়িটিতে আর দেখা যায় না শেখ পরিবার বা তাদের ঘনিষ্ঠজনদের কাউকে। বাগানবাড়ির কর্মচারীরা জানান, এক সময় শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক আসলেও, এখন আর কেউ এখানে আসে না।  

শুধু টিউলিপস টেরিটরি নয়, গাজীপুরে এমন চারটি বাগানবাড়ির খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার মৌচাকের তেলিরচালা এলাকায় আরো একটি বাগানবাড়ি রয়েছে। জুলাই আগস্ট বিপ্লবের পর বিক্ষুব্ধ ছাত্র জনতা বাগান বাড়িটি ভাঙচুর করে পুড়িয়ে দেয়। বিশাল এই বাগান বাড়টি এখন শিশু কিশোরদের খেলাধূলা আর মানুষের চলাচলে রাস্তা হিসেবে ব্যবহার হচ্ছে।  

এছাড়া ফাউকালে এবং বাঙ্গালগাছে আরো দুটি বিলাশ বহুল বাগানবাড়ি করেছে শেখ পরিবারের সদস্যরা। স্থানীয়রা জানায়, এসব বাগানবাড়িতে এক সময় প্রভাবশালীরা প্রায় বেড়াতে যেতেন। কেউ এলে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি থাকতো। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর বাড়িগুলো এখন জনমানব শূন্য হয়ে পড়েছে। এসব বাড়ির সব তথ্য প্রশাসনের কাছে আছে জানিয়ে গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন বললেন, প্রয়োজনে সরকারের কাছে তা সরবরাহ করা হবে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেট বিমানবন্দরে লন্ডনগামী ফ্লাইট বোর্ডিং ব্রিজের সঙ্গে ঘর্ষিত
সিলেট বিমানবন্দরে লন্ডনগামী ফ্লাইট বোর্ডিং ব্রিজের সঙ্গে ঘর্ষিত
নভেম্বরেই নতুন ইউনিফর্ম পাচ্ছে পুলিশ
নভেম্বরেই নতুন ইউনিফর্ম পাচ্ছে পুলিশ
শর্ত অনুযায়ী রিক্রুটিং এজেন্সির তালিকা চেয়েছে মন্ত্রণালয়
শর্ত অনুযায়ী রিক্রুটিং এজেন্সির তালিকা চেয়েছে মন্ত্রণালয়