আমিনবাজারের পাওয়ার গ্রিডে আগুন


নিজস্ব প্রতিবেদক
সাভারের আমিনবাজারের পাওয়ার গ্রিডে আগুন লেগেছে। মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে এ আগুন লাগে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার আজ সকালে বলেন, আমিনবাজারের আগুন লাগার ঘটনা জানার পাঁচ মিনিটের মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট চলে যায়। পরে আরও একটি ইউনিট সেখানে যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সাভারে আমিন বাজার পাওয়ার গ্রিডে সকাল ৭টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিভাবে ৭টা ২০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে যুক্ত হয় আরও ৯ ইউনিট।
বর্তমানে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে জানিয়ে আরও বলা হয়, প্রথমে ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও সকাল ৮টা ৩৯ মিনিটে যুক্ত হয় ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট।
তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। এ ঘটনায় ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়েও কিছু জানা যায়নি।
ভিওডি বাংলা/ এমএইচ
মোহাম্মদপুরে দায়িত্বে অবহেলায় ৪ পুলিশ সদস্য বরখাস্ত
রাজধানীর মোহাম্মদপুরে সাংবাদিক আহমাদ ওয়াদুদের ওপর ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার …

প্রস্তুত ‘হাসিনার ফাঁসির মঞ্চ’, উদ্বোধন বিকালে
স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জাগ্রত জুলাই এবং জুলাই ঐক্য …
