• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এনসিপি একইসাথে

আইনসভা ও গণপরিষদ নির্বাচন চায়: নাহিদ ইসলাম

   ১১ মার্চ ২০২৫, ০৯:০০ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দল এনসিপি একইসাথে আইনসভা ও গণপরিষদ নির্বাচন চায় বলেও জানান।

মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর একটি হোটেলে ফ্যাসিবাদবিরোধী রাজনীতিবিদ, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, আলেম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে এনসিপির ইফতার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জরুরি। বাংলাদেশবিরোধী শক্তিরা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে।

বিচারের মাধ্যমে আওয়ামী লীগের ফয়সালা করা দরকার বলে মনে করেন এনসিপি আহ্বায়ক। অন্যদিকে, দলটির সদস্য সচিব আখতার হোসেন আওয়ামী লীগের বিরুদ্ধে সকলকে এক সিদ্ধান্তে আসার আহ্বান জানিয়েছেন।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিহতদের স্মরণে সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল
নিহতদের স্মরণে সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল
হতাহতদের জন্য ‘রক্ত সংগ্রহের তালিকায়’ প্রশংসা কুড়াচ্ছে ছাত্রদল
হতাহতদের জন্য ‘রক্ত সংগ্রহের তালিকায়’ প্রশংসা কুড়াচ্ছে ছাত্রদল
উপদেষ্টাদের দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখছি : নাহিদ
উপদেষ্টাদের দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখছি : নাহিদ