• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাবেক মন্ত্রী কামাল ইবনে ইউসুফের স্ত্রী আর নেই

   ১২ মার্চ ২০২৫, ০৫:২৬ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্ত্রী ও মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের মা বেগম শায়লা কামাল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১২ মার্চ) ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ দিন বাদ আসর ফরিদপুর ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থান দাফন করা হবে।

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমার শ্রদ্ধেয় আম্মা বেগম শায়লা কামাল, মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্ত্রী, ভোর সাড়ে ৫টায় ইন্তেকাল করেছেন। তার আত্মার মাগফিরাত কামনা করছি।’

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবিদ আচরণবিধি লঙ্ঘন করেননি: এ্যানি
আবিদ আচরণবিধি লঙ্ঘন করেননি: এ্যানি
ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের আশাবাদী বিএনপি: গয়েশ্বর
ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের আশাবাদী বিএনপি: গয়েশ্বর
ভোটারদের যে পরামর্শ দিলেন সারজিস
ভোটারদের যে পরামর্শ দিলেন সারজিস