• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জয়পুরহাট

ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করল স্বেচ্ছাসেবক লীগ নেতা

   ১৩ মার্চ ২০২৫, ০১:০০ পি.এম.

জয়পুরহাট প্রতিনিধি 

জয়পুরহাট শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পিয়াল আহম্মেদ বিপ্লবকে (৩০) কুপিয়ে জখম করার অভিযোগ স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে।

বুধবার (১২ মার্চ) রাতে জয়পুরহাট সরকারি কলেজ সংলগ্ন বারোঘাটি পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পরে তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে অবস্থার আবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত পিয়াল জয়পুরহাট পৌর এলাকার ইসলাম নগর মহল্লার বাচ্চু মিয়ার ছেলে।

জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব অভিযোগ করে বলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে পিয়ালকে হত্যার করার জন্য এ হামলা করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

এ বিষয়ে জয়পুরহাট জেলা শহর ছাত্রদলের আহ্বায়ক মাহফুজ রহমান শুভ বলেন, স্বৈরাচার আওয়ামী সন্ত্রাসীরা রাত প্রায় ১২টার দিকে জয়পুরহাট সরকারি কলেজ সংলগ্ন বারোঘাটি পুকুরপাড় এলাকায় পিয়ালকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাক্তক জথম করে। তাকে প্রথমে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। শিগগিরিই এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, তারা প্রাথমিকভাবে জানতে পেরেছি এলাকায় আধিপত্যকে কেন্দ্র করে জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আনোয়ার হোসেনের নেতৃত্বে পিয়ালের ওপর এ হামলা চালানো হয়েছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম সিদ্দিক হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঁশখালীতে চেয়ারম্যান হত্যা মামলার আসামি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার
বাঁশখালীতে চেয়ারম্যান হত্যা মামলার আসামি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার
শিবির নেতা তুহিন হত্যা মামলার আসামীদের ডিম নিক্ষেপ
শিবির নেতা তুহিন হত্যা মামলার আসামীদের ডিম নিক্ষেপ
শেরপুর প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে ২ মাসের কারাদণ্ড
শেরপুর প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে ২ মাসের কারাদণ্ড