ভালোবাসায় ভাঙন ধরে কেন—যে ব্যাখ্যা দিলেন ক্যাটরিনা


বিনোদন ডেস্ক
একসঙ্গে পথ হাঁটার ভাবনা নিয়েই শুরু হয় প্রেমের সম্পর্কগুলো। একটা সময় সম্পর্কের গাঢ় গিঁটে আটকে পড়েন দু’জন। ভালোবাসায় রঙিন হয় দুটি মন। কিন্তু কখনো কখনো প্রেমের সেই রঙ ফিকে হয়েও আসে। আলাদা হয় দুটি পথ। যে মানুষটি জীবনের অভ্যাস, সেই অভ্যাস পেছনে ফেলে একরাশ বিরহ নিয়ে এগিয়ে যেতে হয় সামনে। কিন্ত কেন এমন হয়? তার একটি ব্যাখ্যা দিয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
ভিকি কৌশলকে বিয়ে করে সংসারী হয়েছেন ক্যাটরিনা। এর আগে বলিউডের অনেকের সঙ্গে নাম জড়িয়েছে ক্যাটের। সালমান খান থেকে রণবীর কাপুর, ক্যাটের প্রেমজীবন নিয়ে রঙিন চর্চা কম হয়নি। যদিও জীবনের সফরসঙ্গী হিসাবে ভিকির হাত-ই ধরেছেন। তবে জীবনে যতবার প্রেম এসেছে এবং বিচ্ছেদ হয়েছে, প্রতিটি সম্পর্ক থেকেই শিক্ষা নিয়েছেন ক্যাটরিনা।
নায়িকার মতে সম্পর্ক ভেঙে যাওয়ার একটি কারণ হলো উল্টোদিকের মানুষটির প্রতি মাত্রাতিরিক্ত নির্ভরশীলতা। ক্যাটরিনা বলেন, ‘হতেই তো পারে সঙ্গী সব সময় আপনার প্রত্যাশা পূরণ করতে পারছেন না। সব সময় পারবে, এমন কোনো নিশ্চয়তা নেই। তখনই উল্টোদিকের মানুষটির প্রতি উৎসাহ হারাতে শুরু করবেন। সম্পর্কে থাকতে আর ইচ্ছা করবে না। সম্পর্কে ভাঙনের সূত্রপাত এখান থেকেই।
ক্যাটরিনা নির্ভরশীলতা থেকে দূরে থাকতে বলছেন। ক্যাটরিনার মতে, কাউকে সুখী রাখা, আনন্দে রাখার দায়িত্ব কেউ নিতে পারে না। কোনো একটা সময় ব্যর্থ হতেই হয়। তখনই অভিযোগের বন্যা বয়ে যায়। সম্পর্ক থেকে অব্যাহতির ভাবনা ঘোরে মাথায়।
তাহলে সম্পর্ক টিকিয়ে রাখার উপায় কী? এই প্রশ্নে ক্যাটরিনা বলেন, ‘সম্পর্কে নির্ভরশীলতা বাদ দিতে হবে। একে-অপরের প্রয়োজন না হয়ে, ভালো বন্ধু হওয়া জরুরি। একে-অপরের প্রতি শুধু ভালোবাসা, উজাড় করা আবেগ, মুগ্ধতা থাকুক।’
ভিওডি বাংলা/এম
উপদেষ্টাদের কাছে আরেকটু দায়িত্বশীলতাই আশা করে: আরশ খান
বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড …

টিকটক তারকা সুম্বল মালিকের আপত্তিকর ভিডিও ফাঁস
টিকটক তারকাদের ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা প্রায়ই উঠে এসেছে গণমাধ্যমে। …

মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় আমি স্তম্ভিত : মিথিলা
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় …
