• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

প্রস্তুতি ম্যাচেই গোল বন্যা

   ১৪ মার্চ ২০২৫, ১০:২৮ এ.এম.

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল দলকে সবশেষ ৪ গোল করতে দেখেছেন কবে মনে আছে? না হওয়ারই কথা। আন্তর্জাতিক ম্যাচে সবশেষ ৪ গোল করেছে বাংলাদেশ, সেটা ২০১৬ সালের ঘটনা। এরপর থেকে দলটা জয়ই পেয়েছে কালেভদ্রে, অত গোল তো অনেক দূরের আলাপ।

সেই বাংলাদেশ এক ম্যাচে করেছে ১২ গোলেরও বেশি! অবিশ্বাস্য ঠেকছে তো? না, অবিশ্বাসের কিছু নেই। বাংলাদেশ সৌদি আরবের মাটিতে এক প্রস্তুতি ম্যাচে করেছে এ ‘কীর্তি’। 

খবরটা শুনে আপনার মনে হতে পারে, বাংলাদেশের গোলখরা এই বুঝি কাটতে চলল। কিন্তু বাস্তবতাটা একটু ভিন্নই। দলটা ছিল মক্কাভিত্তিক ক্লাব আল ওয়েহদাত তাইফ সিটি, যারা মূলত একটি একাডেমি দল। 

এতেও যদি আপনার কাছে পুরো বিষয়টা পরিষ্কার না হয়, তাহলে দেখুন দলের ম্যাচ পরবর্তী কার্যক্রম। এই ম্যাচ শেষে বাংলাদেশ দল ১ ঘণ্টা অনুশীলন সেশনও কাটিয়েছে। আর তাই এই ডজন গোল করার মাহাত্ম্য অনেকটাই কমে গেছে বৈকি!

এ ম্যাচ নিয়ে বাফুফেও অবশ্য খুব বেশি উচ্চবাচ্য করেনি। ম্যাচ হয়েছে, তা জানালেও ম্যাচের স্কোরলাইন কত, সেটা জানায়নি বাফুফে। দল সূত্রে পাওয়া গেছে স্কোরলাইনের এ আন্দাজ। 

এই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলের সঙ্গে প্রথম বারের মতো খেলেছেন উইঙ্গার ফাহামেদুল ইসলাম। তাকে ঠিক কোন জায়গায় খেলানো হয়েছে, তা নিয়ে এখনও পরিষ্কার কিছু জানা যায়নি। তবে তিনি একাধিক গোলে সহায়তা করেছেন বলে জানা গেছে। 

কোচ হাভিয়ের কাবরেরা বলেন, ‘এটি খেলোয়াড়দের জন্য ভালো অনুশীলন হয়েছে। তাদের বেশিরভাগই অন্তত ৪৫ মিনিট মাঠে সময় কাটিয়েছে, এবং সৌদি আরবে গত আট দিন ধরে যা অনুশীলন করছিলাম, তা কার্যকর করার জন্য এটি একটি মূল্যবান সুযোগ ছিল। আমরা আমাদের প্রস্তুতি চালিয়ে যাব এবং সৌদি আরবে আরও অন্তত একটি প্রস্তুতি ম্যাচ খেলার আশা করছি।’ 

তবে সব ছাপিয়ে বড় হয়ে উঠছে দলের প্রস্তুতির বিষয়টাই। বাংলাদেশ যখন প্রস্তুতি ম্যাচে খেলছে আল ওয়েহদার বিপক্ষে, তখন ভারত প্রস্তুতি নিচ্ছে আসল ‘প্রীতি ম্যাচ’ খেলে। বাংলাদেশের মুখোমুখি হওয়ার ঠিক আগে শিলংয়ের মাটিতে মালদ্বীপের বিপক্ষে খেলবেন সুনীল ছেত্রীরা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৭–৩১: ডব্লিউটিসি ফাইনালের ভেন্যু ইংল্যান্ড
২০২৭–৩১: ডব্লিউটিসি ফাইনালের ভেন্যু ইংল্যান্ড
খাবার-পানি নিয়ে স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করল বিসিবি
খাবার-পানি নিয়ে স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করল বিসিবি
এই কঠিন সময়ে আসুন সবাই একসঙ্গে প্রার্থনায় শামিল হই: মাশরাফি
এই কঠিন সময়ে আসুন সবাই একসঙ্গে প্রার্থনায় শামিল হই: মাশরাফি