এবি পার্টি চেয়ারম্যান
‘ফ্যাসিবাদের পুনরুত্থান হলে কেউ রেহাই পাবে না’


চট্টগ্রাম ব্যুরো
পতিত ফ্যাসিবাদের পুনরুত্থান হলে বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কেউ রেহাই পাবে না- বলে সতর্ক করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। শনিবার (১৫ মার্চ) নগরীর আগ্রাবাদ হোটেলে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আয়োজিত দলীয় ইফতার মাহফিলে তিনি এ সতর্ক উচ্চারণ করেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘এবারের রমজানে অন্যান্যবারের মত দ্রব্যমূল্য বাড়েনি, বিদ্যুতের লোডশেডিং নিয়েও কোন তেলেসমাতি ঘটেনি। যানজট নিয়ে সেনাবাহিনী ও পুলিশ আরও সিরিয়াস হলে আমরা আরেকটু স্বস্তি পেতাম। এর থেকে আমরা বুঝলাম যে, সরকার আন্তরিক হলে অনেক কিছুই করা সম্ভব।’
অন্তর্বর্তী সরকারের মধ্যে দোদুল্যমানতা কাজ করছে- এমন মন্তব্য করে তিনি বলেন, ‘ড. ইউনুস প্রথমে বললেন তিনি আমাদের সহযোদ্ধা এবং তার কথা আমাদেরকে শুনতে হবে। আমরা এটাকে সাদরে গ্রহণ করেছিলাম। তিনি যেভাবে চেয়েছেন সেভাবেই উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। রাজনৈতিক দলগুলো কোন আপত্তি করেনি।’
‘ইদানিং তিনি বলা শুরু করেছেন- তিনি আমাদের সহযোগী এবং আমরা যেভাবে চাই সেভাবে তিনি করবেন। কম সংস্কার চাইলে ডিসেম্বরে আর বেশি সংস্কার চাইলে আগামী বছরের জুনে নির্বাচন, এমন কথা তিনি বলছেন। এই বক্তব্য আমাদের কাছে সরকারের পিছু হটার লক্ষণ বলে মনে হচ্ছে।’
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার কখনো বিএনপি, আবার কখনো ছাত্রদের মন যুগিয়ে চলতে গিয়ে নিজেদের অবস্থান দুর্বল করে ফেলছে। তবে কাঙ্ক্ষিত সংস্কার, যথাযথ বিচার ও সুষ্ঠু নির্বাচন ছাড়া অন্তর্বর্তী সরকারের পিছু হটার কোনো সুযোগ নেই। এই সরকার যদি তার লক্ষ্য অর্জনে সফল না হয়, তাহলে ভবিষ্যতে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে।’
মঞ্জু আরও বলেন, ‘সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি টেকসই জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। টেকসই ঐক্য প্রতিষ্ঠা করতে না পারলে অদূর ভবিষ্যতে হলেও পতিত ফ্যাসিবাদের আবার উত্থান ঘটবে। এতে এ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কেউই তখন রেহাই পাবে না।’
চট্টগ্রাম মহানগর এবি পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুকের সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব যায়েদ হাসান চৌধুরীর সঞ্চালনায় ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেল মো. দিদারুল আলম, কেন্দ্রীয় নেতা মো. লোকমান, ছিদ্দিকুর রহমান, আশরাফ মাহমুদ রুমেল, চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব সৈয়দ আবুল কাশেম ও যুগ্ম সদস্য সচিব শহীদুল ইসলাম বাবুল এবং উত্তর জেলার সমন্বয়ক জিয়া চৌধুরী।
ভিওডি বাংলা/ এমএইচ
বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না
বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না বলে …

দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে
নির্বাচন বিলম্বিত হলে জটিলতা সৃষ্টি হবে জানিয়ে জামায়াতে ইসলামের আমির …

এনসিপির শত্রু বিএনপি নয় : ইশরাক
বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন …
