ড. ইফতেখারুজ্জামান
‘ডিএমপি কমিশনার ধর্ষকদের পক্ষ নিয়েছেন’


নিজস্ব প্রতিবেদক
ধর্ষণ শব্দের বদলে নারী নির্যাতন ব্যবহারের অনুরোধ করে ডিএমপি কমিশানার ধর্ষকদের পক্ষই নিয়েছেন বলে অভিযোগ করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, তার এই বক্তব্য সবার প্রত্যাখান করা উচিত।
রোববার সকালে রাজধানীতে নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে এক মানববন্ধনে তিনি বলেন, খুনিকে চোর বলার যেমন সুযোগ নেই, তেমনি ধর্ষণকে অন্য কিছু বলারও কোনো সুযোগ নেই। এসময় নারী নির্যাতন বিষয়ে অবস্থান পরিস্কার করতে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানান তিনি।
নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে রোববার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। প্রখর রোদ উপেক্ষা করেই টিআইবির এই মানববন্ধনে দাঁড়িয়ে নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে যোগ দেয় আরো বেশ কিছু সংগঠন।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ধর্ষণের দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার আইন সংস্কারের যে উদ্যোগ নিয়েছে, সকল অংশীজনের সাথে আলোচনা করেই সেই সংস্কার করতে হবে।
এ সময় গণমাধ্যমে ধর্ষণ শব্দের বদলে নারী নির্যাতন ব্যবহার করতে ডিএমপি কমিশনের বক্তব্যেরও তীব্র নিন্দা করেন তিনি।
নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী কঠোর অবস্থান নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানিয়ে তিনি এ বিষয়ে ধর্ম ভিত্তিক রাজনৈতিক দলগুলোকে তাদের অবস্থান পরিস্কার করার আহ্বান জানান।
বাংলাদেশ ৫৪ বছর পরে এসেও নারীর বাস্তব স্বাধীনতা এখনো আসেনি বলেও মন্তব্য করেন ইফতেখারুজ্জামান।
ভিওডি বাংলা/ এমএইচ
মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহেরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক …

মাইলস্টোনে মৃত্যু ২৯, হাসপাতালে ৬৯ : স্বাস্থ্য অধিদপ্তর
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের …

এগিয়ে যাচ্ছে জাতীয় সনদ প্রক্রিয়া : আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আজকের আলোচনা …
