• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গণতন্ত্রের সব অর্জন অর্জিত হয়নি : রিজভী

   ১৬ মার্চ ২০২৫, ০৯:২২ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখনো গণতন্ত্রের সব অর্জন অর্জিত হয়নি। আমাদেরকে আরও কাজ করতে হবে, আমাদেরকে আরও ঐক্যবদ্ধ থেকে সেই অর্জনগুলা নিশ্চিত করতে হবে। 

রোববার (১৬ মার্চ ) রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ড্যাব কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন৷ 

তিনি বলেন, গণতন্ত্রকে একটি অন্ধকার গুহার মধ্যে শেখ হাসিনা আটকে রেখেছিল এবং এই আটকে রাখতে গিয়েই সে সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে। 

রিজভী বলেন, গণতন্ত্রের প্রতিটি শর্ত যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলেই এই ত্যাগের আমরা মূল্যায়ন করতে পারব এবং যারা শহীদ হয়েছে সেই শহীদের আত্মা শান্তি পাবে। 

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. ফরহাদ হালিম ডোনার, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল ড্যাব সভাপতি  ডা: এ কে এম মাসুদ আকতার জিতু, সাধারণ সম্পাদক ডাক্তার কে এম জিয়াউর রহমানসহ অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/মিনহাজ/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হতাহতদের জন্য ‘রক্ত সংগ্রহের তালিকায়’ প্রশংসা কুড়াচ্ছে ছাত্রদল
হতাহতদের জন্য ‘রক্ত সংগ্রহের তালিকায়’ প্রশংসা কুড়াচ্ছে ছাত্রদল
উপদেষ্টাদের দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখছি : নাহিদ
উপদেষ্টাদের দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখছি : নাহিদ
খুনি হাসিনার রেখে যাওয়া বাতিল বিমান চলবে না: রাশেদ প্রধান
খুনি হাসিনার রেখে যাওয়া বাতিল বিমান চলবে না: রাশেদ প্রধান