• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শুধু নির্বাচিত সরকারের মাধ্যমেই সমস্যা দূর করা সম্ভব: আমির খসরু

   ১৬ মার্চ ২০২৫, ০৯:৫৩ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

শুধুমাত্র নির্বাচিত সরকারের মাধ্যমেই বিদ্যমান সমস্ত সমস্যা দূর করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (১৬ মার্চ) বিকালে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, পতিত স্বৈরাচারের সাথে আরও কিছু শক্তি এখনও সুযোগ নিচ্ছে।

শিক্ষা ব্যবস্থার ওপর বাংলাদেশ আস্থা হারিয়ে ফেলেছে উল্লেখ করে তিনি বলেন, আস্থা ফেরাতে দরকার একটি নির্বাচিত সরকার।

এ সময় অতিদ্রুত সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বানও জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, শুধু পুলিশ বা সরকারি কর্মকর্তারা পরিবর্তন আনতে পারবে না, এর জন্য দরকার নির্বাচিত সরকার।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাথে গণঅধিকার পরিষদের বৈঠক
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাথে গণঅধিকার পরিষদের বৈঠক
জনগণকে সঙ্গে নিয়েই প্রকৃত পরিবর্তন : আমিনুল হক
জনগণকে সঙ্গে নিয়েই প্রকৃত পরিবর্তন : আমিনুল হক
নুরের সুস্থ হতে লাগবে আরও ৪–৬ সপ্তাহ: ঢামেক পরিচালক
নুরের সুস্থ হতে লাগবে আরও ৪–৬ সপ্তাহ: ঢামেক পরিচালক