সাবেক আইজিপি
সৈয়দ সিরাজুল ইসলামের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সিরাজুল ইসলাম (৭৫) মারা গেছেন।
সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাংলাদেশ পুলিশ এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর পিপিএম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক আইজিপি সৈয়দ সিরাজুল ইসলামের জানাজা আজ মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজায় বর্তমান আইজিপি বাংলাদেশ বাহারুল আলম, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ মরহুমের আত্মীয়স্বজন অংশ নেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জানাজা শেষে আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির নেতারা ফুল দিয়ে মরহুমের প্রতি সম্মান প্রদর্শন করেন। এরপর তাকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করা হয়।
সৈয়দ সিরাজুল ইসলাম, পিপিএম ১৯৭৩ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি রাজশাহী ও খুলনা রেঞ্জের ডিআইজি এবং রাজশাহীর পুলিশ কমিশনার ছিলেন। কর্মজীবনে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
ভিওডি বাংলা/এম
সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদের ওয়াকআউট
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ও …

হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব : শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ২০০২ থেকে ২০২৪ …

শিক্ষিকা মাহেরীনের প্রশংসা করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পর নিজের জীবনের পরয়া …
