• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গণ অধিকার পরিষদের মুখপাত্র হাসান ফারুক

শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত

   ১৮ মার্চ ২০২৫, ০২:১৫ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

ভারত কখনোই শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র হাসান ফারুক। মঙ্গলবার (১৮ মার্চ) পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন।

হাসান ফারুক বলেন, ‘সরকারের প্রতি আমাদের দাবি ছিল গণহত্যার বিচার করবেন আর আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবেন। কিন্ত সাত মাস পেরিয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের প্রশ্নে অনেকটাই নমনীয়। এ কারণে জনগণের মধ্যে প্রশ্নের উদ্রেক হয়েছে এই সরকার তলে তলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে কিনা তা দেখতে হবে।’

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বলেছিলাম। কিন্তু সরকার এখনও নিষিদ্ধ করেনি। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ আবারও মাথাচাড়া দিয়েছে। ১৭ মার্চ শেখ মুজিবুরের জন্মদিনে আওয়ামী লীগ বিভিন্ন জেলায় মিছিল বের করে। কেউ গ্রেপ্তার হয়নি।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার কার্যকর করতে হবে- দুদু
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার কার্যকর করতে হবে- দুদু
জিয়াউর রহমানের মাজার সবার জন্য উন্মুক্ত : রুমন
জিয়াউর রহমানের মাজার সবার জন্য উন্মুক্ত : রুমন
কিছু রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে : আমিনুল হক
কিছু রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে : আমিনুল হক