বোরকা পরে পালানোর সময় গ্রেপ্তার ধর্ষণ মামলার আসামি


রংপুর প্রতিনিধি
বোরকা পরে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হয়েছে রংপুরের মিঠাপুকুর উপজেলার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামি শাহ আলম। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার (১৮ মার্চ) সকালে উপজেলা সদরের চিকলী পশ্চিমপাড়ার ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে স্কুল থেকে বাড়ি আসার পথে একই গ্রামের শাহ আলম (৪০) একটি নির্জন স্থানে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। মেয়েটি চিৎকার করলে পালিয়ে যায় আলম। পরে মেয়েটির মা বাদী হয়ে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
ওসি (তদন্ত) আরও জানান, ঘটনার পর থেকে অভিযান শুরু করে পুলিশ। পরবর্তীতে রাত আনুমানিক সাড়ে ১১ টায় উপজেলার রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বোরকা পরা অবস্থায় গ্রেপ্তার করা হয় আসামিকে। এসময় তার কাছ থেকে ঢাকা যাওয়ার বাসের টিকিট জব্দ করা হয় বলেও জানান তিনি।
অভিযুক্ত ব্যক্তি জানায়, বন্ধু সোহেলের পরামর্শে তার স্ত্রীর বোরকা পরে ঢাকায় পালিয়ে যাওয়ার প্রস্ততি নিচ্ছিল সে।
বুধবার (১৯ মার্চ) সকালে তাকে আদালতে তোলা হবে বলে জানায় পুলিশ।
ভিওডি বাংলা/এম
রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের মাঝে পানির বোতল বিতরণ করেছেন, স্বপ্নের ঠিকানা প্রকল্প
পটুয়াখালীর রাঙ্গাবালীতে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) স্বপ্নের ঠিকানা ব্রিজ প্রকল্প …

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
যৌতুক না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে মো. ছলেমান (৪১) …

টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে লংমার্চ
ফেনীতে প্রজন্মভিত্তিক টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে পানি উন্নয়ন …
