• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বগুড়ার সাথে সারাদেশের বাস চলাচল বন্ধ

   ১৯ মার্চ ২০২৫, ০১:২৩ পি.এম.

বগুড়া প্রতিনিধি
দুই পরিবহন শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে বগুড়া থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। বুধবার (১৯ মার্চ) সকাল থেকে টার্মিনাল ছেড়ে কোন বাস যায়নি।

এতে চরম ভোগান্তিতে পরেন যাত্রীরা। আগাম ঘোষণা না থাকায় টার্মিনালে গিয়ে ফেরত যান কেউ কেউ। অনেকে আবার ভেঙে ভেঙে রওনা হন গন্তব্যে। এতে বাড়তি সময়ের পাশাপাশি গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়াও।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে মোটর শ্রমিকরা স্টেশন রোড এলাকায় নারিকেলের আড়তে ভাঙচুর চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী।

শ্রমিকরা জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় তাদের অফিসের কাছে সিএনজি রাখাকে কেন্দ্র করে নারিকেলের আড়তদারদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা ও নির্বাহী সদস্য হযরত আলীকে মারধর করে তারা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিশোরগঞ্জে এনসিপির লোক ভেবে সাংবাদিকের উপর হামলা
কিশোরগঞ্জে এনসিপির লোক ভেবে সাংবাদিকের উপর হামলা
মরদেহ পোড়ানোর ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না : অতিরিক্ত ডিআইজি
মরদেহ পোড়ানোর ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না : অতিরিক্ত ডিআইজি
রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ