আ.লীগের প্রধান দোসর
জাতীয় পার্টি গণহত্যার দায় এড়াতে পারে না : ডা. ইরান


পিরোজপুর জেলা প্রতিনিধি
ফ্যাসিবাদের দালাল ও দোসরা ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আওয়ামী লীগের ১৫ বছরে যত গুম খুন আয়নাঘর, ভোটাধিকার হরন, মানবাধিকার বিপন্ন ও লুটপাট তাদের প্রধান সহযোগী জাতীয় পার্টি। আওয়ামী লীগের ন্যায় জাতীয় পার্টিকেও রাজনৈতিক ভাবে প্রতিহত করতে হবে। ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি গণহত্যার দায় এড়াতে পারে না। অবিলম্বে জাতীয় পার্টি শীর্ষ নেতাদের আইনের আওতায় আনতে হবে।
তিনি বলেন, ধর্মীয় মুল্যবোধ জাগ্রত ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। কারন ধর্ম মানুষকে নৈতিক ও আধ্যাত্মিকতার শিক্ষা দেয়। সত্য মিথ্যার পার্থক্য বুঝতে শিখায়। দুনিয়ার সকল ধর্মই মানুষকে ভালো কাজের উৎসাহ ও খারাপ কাজ থেকে বিরত থাকার শিক্ষা দেয়। তাই লেবার পার্টির ধর্মীয় মুল্যবোধের আলোকে ইনসাফ ভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে কাজ করছে। লেবার পার্টি ও ছাত্রমিশনের নেতাকর্মীদের আদর্শ ও ভাতৃত্ববোধ দিয়ে মানুষের মন জয় করতে হবে।
বৃহস্পতিবার ২০ মার্চ বিকাল ৫টায় ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়ন লেবার পার্টির উদ্যোগে মাস্টার ইসমাইল হোসেনের ৭ম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মোঃ ওয়ালিউল্লাহ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেবার পার্টির দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, ভান্ডারিয়া উপজেলা লেবার পার্টির আহবায়ক মোঃ ওবায়দুল হক, সদস্য সচিব সুলতান আহমদ রানা, কাউখালি উপজেলা লেবার পার্টির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব মোঃ সাকিল মাহমুদ, নেছারাবাদ উপজেলা লেবার পার্টির মোঃ জাকির হোসেন, এনায়েত হোসেন, মোঃ সোহেল রানা, সাব্বির আহমেদ, মোঃ সাদেক হোসেন, বাংলাদেশ ছাত্র মিশনের প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত, ভিটাবাড়ীয়া ইউনিয়ন ছাত্র মিশনের আহবায়ক মোঃ আল আমিন মোল্লা প্রমুখ।
ভিওডি বাংলা/ এমএইচপি
বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না
বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না বলে …

দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে
নির্বাচন বিলম্বিত হলে জটিলতা সৃষ্টি হবে জানিয়ে জামায়াতে ইসলামের আমির …

এনসিপির শত্রু বিএনপি নয় : ইশরাক
বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন …
