• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

মামুনুল হক

‘বিচারের আগে আ.লীগের রাজনীতি করার সুযোগ নেই’

   ২১ মার্চ ২০২৫, ০৪:৫৮ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মামুনুল হক বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে আবার অভ্যুত্থানের সৃষ্টি হবে। বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই।

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিস বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

এই বিক্ষোভ থেকে বিশ্ব সম্প্রদায়ের প্রতি গাজায় হামলা, হত্যাকাণ্ড বন্ধে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। একই সাথে বিশ্ব মুসলিম সংস্থাগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মামুনুল হক।

মামুনুল হক বলেন, ‘শাপলা চত্বর ও ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অপচেষ্টা করলে আমাদের লাশের ওপর দিয়ে করতে হবে।’

ফিলিস্তিনিদের রক্ষায় মুজাহিদ সংগ্রহ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মামুনুল হক। তিনি হক বলেন, ‘বিগত ভারতীয় দালাল হাসিনা সরকার আমাদের পাসপোর্টে উইদাউট ইসরায়েল লেখা বাতিল করেছে।’ তিনি বর্তমান সরকারের কাছে তা পুনর্বিবেচনার দাবি জানান।

মামুনুল হক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘নিরীহ ফিলিস্তিনিদের হত্যাকারী ইসরায়েলের বিরুদ্ধে শাহাদাতের তামান্নায় প্রতিশোধ নেওয়া হবে।’

তিনি ইসরায়েলি বর্বরতার বিষয়ে বিশ্ব সম্প্রদায় ও জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করেন। এ ক্ষেত্রে জাতিসংঘ, আরব লীগ, ওআইসির নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন হেফাজতে ইসলামের যুগ্মসচিব। তিনি অন্তর্বর্তী সরকারকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এছাড়া ভারতে সম্রাট আওরঙ্গজেবের সমাধি ঘিরে সহিংসতার ঘটনায় নিন্দা জানান মামুনুল হক। 

ঢাকা মহানগর হেফাজতের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন– হেফাজতের নায়েব আমির আহমেদ আলী কাসেমী, কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা আব্দুর রকিবসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদের ওয়াকআউট
সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদের ওয়াকআউট
হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব : শফিকুল আলম
হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব : শফিকুল আলম
শিক্ষিকা মাহেরীনের প্রশংসা করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক
শিক্ষিকা মাহেরীনের প্রশংসা করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক