• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
কালিহাতী নার্সিং ইনস্টিটিউট এন্ড কলেজ শিক্ষার্থীদের ফুড ফেয়ার তারাকান্দি ফাজিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি : আবদুস সালাম মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার অফিস দেশের স্বার্থে কাজ করবে: পররাষ্ট্র উপদেষ্টা বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় শ্রমিকলীগের নেতা গ্রেপ্তার ‎গাইবান্ধায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩২ জন গ্রেপ্তার মাদকের বিরুদ্ধে কলাবাড়িয়া একতা যুব সঙ্গের মানববন্ধন অনুষ্ঠিত শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল আ. লীগের কেন্দ্রীয় অফিস দখল, চলছে পরিচ্ছন্নতার কাজ ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল গণঅধিকার পরিষদ

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

‘বঙ্গবন্ধুই গণতান্ত্রিক প্রজাতন্ত্রকে প্রথম হত্যা করেছে’

   ২১ মার্চ ২০২৫, ০৭:০০ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডির) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, সশস্ত্র মুক্তিযুদ্ধের পর জনগণের ক্ষমতায়ন যতটুকু অর্জিত হয়েছিল তাকে নির্মমভাবে ধ্বংস করেছে তৎকালীন আওয়ামী সরকার।

তিনি বলেন, ১৯৭৩ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই আওয়ামী লীগের মুখোশ উন্মোচিত হয়ে অগণতান্ত্রিক চরিত্র প্রকাশ হয়ে পড়ে। ১৯৭৪ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল কর্তৃক ঘোষিত স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ি ঘেরাও কর্মসূচিতে অতর্কিতে রক্ষীবাহিনী নির্বিচারে নির্মম হত্যাকান্ড ঘটায় এবং আহত অবস্থায় মেজর এম  এ জলিল, আ স ম আবদুর রব সহ বহু কেন্দ্রীয় নেতা গ্রেফতার করে এবং গণকন্ঠ পত্রিকা অফিসে আগুন ধরিয়ে দেয়। ৭২-৭৫ শাসনামলে ক্ষমতাসীন সরকার ক্রমশঃ হিংস্র রূপ ধারণ করতে থাকে। এ সময়ে আওয়ামী সরকার হাজার হাজার জাসদ কর্মীকে হত্যা ও গুম করে এবং সিরাজ শিকদারের মতো রাজনৈতিক নেতাকে নির্মমভাবে হত্যা করে। ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যে দেশে অপশাসন ও একদলীয় বাকশালের মধ্য দিয়ে বঙ্গবন্ধুই প্রথম ‘গণতান্ত্রিক প্রজাতন্ত্র’কে হত্যা করেন।  

১৭ মার্চ ‘ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক দিবস’ উপলক্ষে শুক্রবার ২১ মার্চ কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় দলের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

দলের সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, আওয়ামী লীগের ডিএনএতে ফ্যাসিবাদ। সুযোগ পেলেই আওয়ামী লীগ তার হিংস্র স্বরূপে প্রকাশিত হয়ে পড়ে। আওয়ামী লীগ এখন প্রতিষ্ঠিত গণহত্যাকারী দল। সুতরাং এই আওয়ামী লীগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। বাংলাদেশ রূপান্তরের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তার একমাত্র হুমকি আওয়ামী লীগ।

বক্তব্য বক্তব্যে রাখেন দলের সহ-সভাপতি এডভোকেট কে এম জাবির, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আনোয়ার হোসেন,বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান মুন্সি,উপদেষ্টা এম এ আউয়াল, দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু,প্রচার সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী রোমান, সাংস্কৃতিক সম্পাদক ফারজানা দিবা, সুমন খান,আবদুল বাতেন বিপ্লব,এস এম মনিরুজ্জামান মনির,ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন বিজয় প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মব বিচার, গুম ও নির্বাচন নিয়ে রিজভীর সমালোচনা
মব বিচার, গুম ও নির্বাচন নিয়ে রিজভীর সমালোচনা
অন্তর্বর্তী সরকারের সময়ে কেউ বিনিয়োগ করতে চায় না:   আব্দুস সালাম
অন্তর্বর্তী সরকারের সময়ে কেউ বিনিয়োগ করতে চায় না: আব্দুস সালাম
৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ : নাহিদ ইসলাম
৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ : নাহিদ ইসলাম