• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
কালিহাতী নার্সিং ইনস্টিটিউট এন্ড কলেজ শিক্ষার্থীদের ফুড ফেয়ার তারাকান্দি ফাজিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি : আবদুস সালাম মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার অফিস দেশের স্বার্থে কাজ করবে: পররাষ্ট্র উপদেষ্টা বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় শ্রমিকলীগের নেতা গ্রেপ্তার ‎গাইবান্ধায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩২ জন গ্রেপ্তার মাদকের বিরুদ্ধে কলাবাড়িয়া একতা যুব সঙ্গের মানববন্ধন অনুষ্ঠিত শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল আ. লীগের কেন্দ্রীয় অফিস দখল, চলছে পরিচ্ছন্নতার কাজ ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল গণঅধিকার পরিষদ

ছাত্র-জনতার ঐক্য জরুরি : ডা. ইরান

   ২১ মার্চ ২০২৫, ০৮:১০ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে নবীন প্রবীণদের ঐক্যের বিকল্প নেই মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ৫ আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে এক সাগর রক্তের মাধ্যমে যে নতুন স্বপ্নের বাংলাদেশ দেশবাসী প্রত্যাশা করছে তা নসাৎ হতে দেব না। দুর্নীতি লুটপাট, দোষারোপ হানাহানি ও প্রতিহিংসার রাজনীতির কবর রচনা করতে সাম্য সুবিচার ও মানবিক বাংলাদেশ গড়ার লড়াই সংগ্রাম জোরদার করতে হবে। তাই ছাত্র মিশনের নেতা কর্মীদের তৃণমূল পর্যায়ে সুসংগঠিত হতে হবে।

তিনি বলেন, আমরা দুর্নীতি দুঃশাসন চাই না, আমরা শান্তি সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বাংলাদেশ চাই। আমরা বিচারহীনতার সংস্কৃতির অবসান করে আইনের শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। লুটপাটের রাজনীতির কারণে বাংলাদেশ মাথা তুলতে পারেনি। দুর্নীতিবাজ রাজনীতিবীদ, আমলা ও সরকারি কর্মচারী কর্মকর্তাদের মুখোশ জাতির সামনে তুলে ধরতে ছাত্র ও যুব সমাজের ভুমিকা রাখতে হবে। 

শুক্রবার ২১ মার্চ বিকাল ৫টায় কাঁটাবনে একটি রেস্তোরাঁয় বাংলাদেশ ছাত্র মিশন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ইরান।

বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মোঃ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন জুঁই, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতি তরিকুল ইসলাম সাদি, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম সজিব, দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, ছাত্র মিশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাকিল হাসনাত, সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ হাফিজুর রহমান রিফাত, কেন্দ্রীয় নেতা সাদ্দাম হোসেন লিটন, রায়হান উদ্দিন সনি ও মোঃ সিয়াম মোল্লা প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম, ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, ইসলামী ছাত্র আন্দোলন তথ্য সম্পাদক ফয়জুল ইসলাম, এছাড়া ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফোরাম, ইসলামি ছাত্র মজলিস, জাগপা ছাত্রলীগ, গনতান্ত্রিক ছাত্রদল, এনডিএম ছাত্র আন্দোলন, ছাত্র পক্ষের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মব বিচার, গুম ও নির্বাচন নিয়ে রিজভীর সমালোচনা
মব বিচার, গুম ও নির্বাচন নিয়ে রিজভীর সমালোচনা
অন্তর্বর্তী সরকারের সময়ে কেউ বিনিয়োগ করতে চায় না:   আব্দুস সালাম
অন্তর্বর্তী সরকারের সময়ে কেউ বিনিয়োগ করতে চায় না: আব্দুস সালাম
৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ : নাহিদ ইসলাম
৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ : নাহিদ ইসলাম