• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আশেপাশে নেই পানির উৎস

পূর্ব সুন্দরবনে আগুন

   ২২ মার্চ ২০২৫, ০৬:৫৩ পি.এম.

শরণখোলা প্রতিনিধি
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে। আশেপাশে পানির কোনো উৎস না থাকায় বনরক্ষীরা ফায়ারলাইন কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

শনিবার সকালে বনের টেপারবিল এলাকায় প্রথম আগুন দেখতে পান স্থানীয়রা। চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরেষ্টার বিপুলেশ্বর দাস দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এ কর্মকর্তা জানান, সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে বনরক্ষীরা ঘটনাস্থলে ছুটে যান। আগুন যাতে বনের ব্যাপক এলাকা জুড়ে ছড়াতে না পারে সে জন্য আগুনের চারপাশে ফায়ারলাইন কাটা শুরু করেছেন তারা। আশেপাশে পানির কোনো উৎস নেই। বনের খাল থেকে দুই আড়াই কিলোমিটার দূরে গহিন বনের মধ্যে আগুন জ্বলছে। খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেয়া হবে। 

ধানসাগর এলাকার সাবেক ইউপি সদস্য পান্না মিয়া বলেন, শনিবার সকালে সুন্দরবনের কলমতেজী টহল ফাঁড়ির টেপারবিল এলাকার বনের মধ্যে আগুনের ধোঁয়া উড়তে দেখা যায়। বিষয়টি তাৎক্ষণিক ধানসাগর স্টেশন কর্মকর্তাকে জানানো হয়।

পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম বলেন, সুন্দরবনে আগুন লাগার বিষয়ে খোঁজখবর নিয়ে আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয়া হচ্ছে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেনীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফেনীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
‘শিক্ষার আলো ছড়াবে সোমনারায়নের নবনির্মিত ভবনে’: ইউএনও
‘শিক্ষার আলো ছড়াবে সোমনারায়নের নবনির্মিত ভবনে’: ইউএনও
মূল আসামি গ্রেফতার
মূল আসামি গ্রেফতার