• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তৃতীয় দিনের সংলাপ

ঐকমত্য কমিশন, আজ মতামত দেবে বিএনপি

   ২৩ মার্চ ২০২৫, ১২:৪০ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

সংস্কার প্রস্তাবের সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো সংলাপ শুরু হয়েছে।

রোববার (২৩ মার্চ) আলোচনায় প্রথমে তাদের সঙ্গে বসেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। এছাড়া আজই মতামত দেয়ার কথা রয়েছে বিএনপি ও এনিসিপির।

এদিন সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত কমিশনের সাথে রাষ্ট্র সংস্কার আন্দোলনের বৈঠক শুরু হয়। সংগঠনের সভাপতি হাসনাত কাইয়ূমের নেতৃত্বে বৈঠকে একটি প্রতিনিধি দল অংশ নেয়।

কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজের নেতৃত্ব ছয় সংস্কার কমিশনের প্রধান এ বৈঠকে উপস্থিত আছেন। এর আগে, গত ১৬ মার্চ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে মতামত দেয়। আজ সেই মতামতের ওপরই আলোচনা চলছে।

এছাড়া আজ দুপুরে সংস্কারের সুপারিশ নিয়ে ঐকমত্য কমিশনে মতামত জানাবে বিএনপি, এনসিপি ও সিপিবি।

ভিওডি বাংলা/এম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত
বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত
সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের লাঠিপেটা, আহত ৮৫ জন ঢামেকে
সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের লাঠিপেটা, আহত ৮৫ জন ঢামেকে
আর্থিক সহায়তার পোস্ট দিয়ে সরিয়ে নিল প্রেস উইং
আর্থিক সহায়তার পোস্ট দিয়ে সরিয়ে নিল প্রেস উইং