শপথ নিলেন আপিল বিভাগে নিয়োগ পাওয়া ২ বিচারপতি


আদালত প্রতিবেদক
শপথ নিলেন আপিল বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত দুই বিচারপতি একেএম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুব।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে সুপ্রিমকোর্টে জাজেজ লাউন্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথের পর নিজ নিজ শপথ পত্রে স্বাক্ষর করেন দুই বিচারপতি। বাংলাদেশের সংবিধান ও আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে নিরপেক্ষভাবে বিচার করার শপথ নেন তারা।
প্রধান বিচারপতির সাথে ফটোসেশনে অংশ নেন শপথ নেয়া বিচারপতিরা। অনুষ্ঠানে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি এবং সুপ্রিমকোর্ট ও হাইকোর্ট বিভাগের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৫-এর দফা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুবকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারক পদে নিয়োগদান করেছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।
ভিওডি বাংলা/এম
পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে: আদালতে বিচারক
আদালত প্রতিবেদক
বাংলাদেশ সচিবালয়ে ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার …

মধ্যস্থতার পর ইংলিশ মিডিয়ামের মেয়ের মামলা খারিজ
আদালত প্রতিবেদক
শারীরিক ও মানসিক হেনস্তা থেকে নিজের সুরক্ষা চেয়ে …
