• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

আর্জেন্টিনার কাছে ব্রাজিলের আত্মসমর্পণ

   ২৬ মার্চ ২০২৫, ১০:১৩ এ.এম.
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক
ব্রাজিলের মারাকানায় আর্জেন্টিনা-ব্রাজিলের আজকের ম্যাচের আগের ম্যাচ ছিল চরম উত্তপ্ত। তাছাড়া দীর্ঘদিন আর্জেন্টিনার সঙ্গে জিততেও পারছে না পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। তাইতো আর্জেন্টাইন রাজধানী বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে ম্যাচের আগে ব্রাজিলের অন্যতম স্তম্ভ রাফিনিয়া বলেছিলেন, ‘আমরা ওদের গুঁড়িয়ে দেব। কোনো সন্দেহ নেই। একদম গুঁড়িয়ে দেব মাঠের ভেতরে, দরকার পড়লে মাঠের বাইরেও।’ তবে তার কথা মুখেই পড়ে রইল। উল্টো ব্রাজিলকে ৪-১ গোলে গুঁড়িয়ে দিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম স্থান আরও শক্ত করল আর্জেন্টিনা।

আজ বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধে আর্জেন্টিনার হয়ে গোল তিনটি করেন হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। অন্যদিকে ব্রাজিলের হয়ে একটি গোল শোধ দেন ম্যাথিউ কুনহা। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল আদায় করেন জুলিয়ানো সিমিওনে। 

ব্রাজিলের আজকের খেলার অবস্থা ছিল একেবারেই হতশ্রী। আক্রমণভাগ, মাঝমাঠ বা রক্ষণ; সব জায়গাতেই আর্জেন্টিনার কাছে খাবি খেয়েছে দরিভাল জুনিয়রের শিষ্যরা। আক্রমণে রাফিনিয়া একটু ঝলক দেখালেও রদ্রিগো-ভিনিসিয়ুসরা ছিলেন একদমই নিষ্প্রভ। লিওনেল মেসিহীন আর্জেন্টিনার কাছেই স্রেফ উড়ে গেল সেলেসাওরা। 

ব্রাজিলের হয়ে আজ গোলবারের নিচে দাঁড়ান বেনতো। তবে শুরুতেই গোল খেয়ে বসেন তিনি। ৪ মিনিটের মাথায় ব্রাজিল শিবিরকে স্তব্ধ করে গোল আদায় করেন আলভারেজ। আলবিসেলেস্তেদের গতির কাছে অসহায় ছিল ব্রাজিলের রক্ষণ। দ্বিতীয় গোল পেতেও খুব একটা দেরি হয়নি আর্জেন্টিনার। ১২তম মিনিটে ঠান্ডা মাথায় গোল দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন এনজো। বলের যোগান দেন নাহুয়েল মলিনা। 

ম্যাচের ২৬ মিনিটে আবারও ম্যাচে দেখা যায় গোল। এবার বল জড়ায় আর্জেন্টিনার জালে। ক্রিস্টিয়ান রোমেরোর ভুলে ডি বক্সের ঠিক বাইরে থেকে বল পেয়ে যান ম্যাথু কুনহা। এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করতে খুব বেশি বেগ পেতে হয়নি তাকে। তবে গোল দিলেও আর্জেন্টিনার খেলার সঙ্গে তাল মেলাতে পারেনি সেলেসাওরা। তাইতো ম্যাচের ৩৭তম মিনিটে আবারও গোল খায় তারা। এবার এনজোর পাসে গোল আদায় করেন ম্যাক অ্যালিস্টার। ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। 

প্রথমার্ধে ৩ গোল খেলেও দারুণ একটি সেভও করেন ব্রাজিল গোলরক্ষক বেনতো। ৩৫তম মিনিটে থিয়াগো আলমাদার একটি বুলেট শট তিনি ঠেকিয়ে দেন নিপুণ দক্ষতায়। প্রথমার্ধে উত্তেজনাও কম ছড়ায়নি। ব্রাজিলের রাফিনহা ও আর্জেন্টিনার তাগলিয়াফিকো শারীরিক সংঘর্ষে জড়ালে দুজনকেই হলুদ কার্ড দেন রেফারি। 

দ্বিতীয়ার্ধেও ক্রমাগত দাপট দেখায় আর্জেন্টিনা। তবে প্রথমার্ধের মতো আর গোল হয়নি এই অর্ধে। যদিও মাঠে দুই দলের খেলোয়াড়রা বেশ কয়েকবার উত্তেজনায় জড়িয়েছেন। এরই মধ্যে ৭১তম মিনিটে তাগলিয়াফিকোর পাসে গোল আদায় সিমিওনে। শেষ পর্যন্ত এই ব্যবধানেই শেষ হয় ম্যাচ। 

ম্যাচে বল দখল, শট কিংবা সেট পিস; সবকিছুতেই এগিয়েছিল আর্জেন্টিনা। ব্রাজিলের ৪৪ শতাংশের পরিবর্তে আর্জেন্টিনা বল ধরে রেখেছে ৫৬ শতাংশ। এদিকে লক্ষ্যে আলবিসেলেস্তারা ৭টি শট রাখলেও ব্রাজিল রাখতে পেরেছে মোটে একটি। লিওনেল স্কালোনির শিষ্যরা ৬টি কর্নার আদায় করলেও ব্রাজিল কোনো কর্নার আদায় করতে পারেনি।

এদিন ম্যাচে মোট ফাউল হয়েছে ৩১ বার! যার মধ্যে আর্জেন্টিনা কশক্ত করল আর্জেন্টিনা। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৭–৩১: ডব্লিউটিসি ফাইনালের ভেন্যু ইংল্যান্ড
২০২৭–৩১: ডব্লিউটিসি ফাইনালের ভেন্যু ইংল্যান্ড
খাবার-পানি নিয়ে স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করল বিসিবি
খাবার-পানি নিয়ে স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করল বিসিবি
এই কঠিন সময়ে আসুন সবাই একসঙ্গে প্রার্থনায় শামিল হই: মাশরাফি
এই কঠিন সময়ে আসুন সবাই একসঙ্গে প্রার্থনায় শামিল হই: মাশরাফি