ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব : প্রিন্স


সাভার প্রতিনিধি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, সংস্কার করে আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব। ভালো সংস্কার করে নির্বাচন ডিসেম্বরে কেন তার আগেই বাংলাদেশে সম্ভব বলে আমরা মনে করি।
বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
রুহিন হোসেন প্রিন্স বলেন, আমরা বলেছি নির্বাচন ব্যবস্থা ভালো করার জন্য অবশ্যই সংস্কার করতে হবে। আমরা মনে করি এর জন্য যে এত দিন সময় গেল, এটা কালক্ষেপণ হলো।
তিনি বলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বলছি, নির্বাচন ব্যবস্থা কি করে সংস্কার করে ভালো নির্বাচন করা যায়, আগামীকাল থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করুক। দুই মাসও সময় লাগবে না সুন্দর একটা নির্বাচন করতে।
এসময় তার সঙ্গে সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সিপিবি নেতা সাজ্জাদ জহির চন্দনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ এমএইচ
দুদকের মামলায় খালাস পেলেন বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব …

ফ্যাসিবাদ পুনরুত্থানের শঙ্কা: ইসলামী আন্দোলন
গেট ভেঙে সচিবালয়ে প্রবেশের ঘটনায় ফ্যাসিবাদের পুনরুত্থানের শঙ্কা …

ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিল ছাত্রদল নেতারা
সচিবালয়ের সামনে ‘শেখ হাসিনা আসবে’ বলে স্লোগান দেওয়ায় নিষিদ্ধ সংগঠন …
