• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শুধু ভোট নয় মৃত্যু পর্যন্ত পাশে থাকব- টিপু

   ২৮ মার্চ ২০২৫, ০৮:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় জনসাধারণ ও দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেছেন, অনেকেই ভোটের জন্য ভোটের সময় আসবে তারপর আবার চলে যাবে; কোনো খোঁজখবর পাওয়া যাবে না। আমরা শুধু ভোটের জন্য নয় মৃত্যু পর্যন্ত আপনাদের পাশে থাকব। আজকে দেশে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অনিয়ম হচ্ছে; এই অনিয়মের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। 

শুক্রবার ২৮ মার্চ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টিপু বলেন, যদি কারো অনিয়ম থেকে থাকে আপনারা সময় দেন; সময়ের মধ্য দিয়ে তারা সংশোধন হবে। অযথা কারো গায়ে হাত দিবেন না, হাত যদি দেয় তাহলে আমাদের এই মানুষেরা রাস্তা অবরোধ করতে বাধ্য হবে। আপনাদের প্রতি অনুরোধ আমাদের এই শান্তি প্রিয় মানুষদের অশান্ত করবেন না এই মানুষগুলা আন্দোলন সংগ্রাম করেছে ঘরে থাকতে পারেন নাই গ্রেপ্তার হয়েছে জেল খেটেছে। এই মানুষগুলোর জন্য দরকার হলে আমরা গ্রেপ্তার হবো জেল খাটবো।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হতাহতদের জন্য ‘রক্ত সংগ্রহের তালিকায়’ প্রশংসা কুড়াচ্ছে ছাত্রদল
হতাহতদের জন্য ‘রক্ত সংগ্রহের তালিকায়’ প্রশংসা কুড়াচ্ছে ছাত্রদল
উপদেষ্টাদের দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখছি : নাহিদ
উপদেষ্টাদের দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখছি : নাহিদ
খুনি হাসিনার রেখে যাওয়া বাতিল বিমান চলবে না: রাশেদ প্রধান
খুনি হাসিনার রেখে যাওয়া বাতিল বিমান চলবে না: রাশেদ প্রধান