• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শান্তিতে

নোবেল পুরস্কারের জন্য মনোনীত কারাবন্দি ইমরান খান!

   ২৯ মার্চ ২০২৫, ০৫:৩৯ পি.এম.

আন্তর্জাতিক ডেস্ক: 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তার শাসন এবং মানবাধিকার ও গণতন্ত্রের জন্য প্রচেষ্টায় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্সের (পিডব্লিউএ) সদস্যরা।

শনিবার (২৯ মার্চ) তারা এই ঘোষণা দেন বলে জানিয়েছেন তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

পিডব্লিউএ গত ডিসেম্বরে প্রতিষ্ঠিত একটি অ্যাডভোকেসি গ্রুপ, যারা নরওয়েজিয়ান রাজনৈতিক দল পার্টিয়েট সেন্ট্রামেরও সদস্য।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পার্টিয়েট সেন্ট্রাম বলেছে, ‘আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, মনোনীত করার অধিকারী এমন একজনের সঙ্গে জোটবদ্ধ হয়ে আমরা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে তার কাজের জন্য নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছি।’

এর আগে, দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য ২০১৯ সালেও ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল।

প্রতি বছর, নরওয়েজিয়ান নোবেল কমিটি শত শত মনোনয়ন পায়। এরপর তারা দীর্ঘ আট মাসব্যাপী প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ী নির্বাচন করে।

উল্লেখ্য, পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোটা বিশ্ব ভারতের সামরিক শক্তি দেখেছে : মোদি
গোটা বিশ্ব ভারতের সামরিক শক্তি দেখেছে : মোদি
ভারতের আসামে মুসলিমবিরোধী ‘উচ্ছেদ অভিযান’
ভারতের আসামে মুসলিমবিরোধী ‘উচ্ছেদ অভিযান’
দক্ষিণ কোরিয়ায় বৃষ্টি ও ভূমিধসে নিহত ১৪
দক্ষিণ কোরিয়ায় বৃষ্টি ও ভূমিধসে নিহত ১৪