• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অতিরিক্ত

ভাড়া আদায়, হানিফ পরিবহনকে জরিমানা

   ৩ এপ্রিল ২০২৫, ০৯:২৫ পি.এম.

রাজশাহী প্রতিনিধি 

যাত্রীর থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হানিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। হানিফ পরিবহনের বাসটি রাজশাহী-ঢাকা রুটে চলাচল করে।

অভিযান পরিচালনা করেন বিআরটিএর রাজশাহী বিভাগীয় অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর এলাকায় হাইওয়ে চেকপোস্টে এই অভিযান পরিচালিত হয়। 

জানা গেছে, সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে বাসের ভাড়া, গাড়ির গতি নিয়ন্ত্রণ, কাগজপত্র চেকিং করা হয়। এছাড়াও নন-এসি বাসের টিকিটের গায়ে ৮২০ টাকা লেখা থাকলেও নির্ধারিত ভাড়া ৬৯০ টাকা। কিন্তু যাত্রীদের কাছ থেকে ৯০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩৪ ও ১০২ ধারার আওতায় তাৎক্ষণিকভাবে হানিফ পরিবহনের চারটি গাড়িকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিআরটিএর রাজশাহী বিভাগীয় অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন বলেন,  যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হানিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগে ভাড়ার তালিকা প্রকাশ না করা ও অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে হানিফ পরিবহনকে সতর্ক করা হয়েছিল।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
হাদিকে হত্যা চেষ্টা মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল