এক দিনেই
পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা


আন্তর্জাতিক ডেস্কঃ
বিমসটেক সম্মেলনের দ্বিতীয় দিন পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (৪ এপ্রিল) বিমসটেক সম্মেলন শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। এরপর তিনি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্নের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
পরে দুই বছরের জন্য বিমসটেকের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান থাই প্রধানমন্ত্রী। এসময় দুই নেতা নিজেদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
পরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসময় তারা আঞ্চলিক উন্নয়নে পারস্পরিক সহায়তার কথা বলেন।
মুহাম্মদ ইউনূস শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়ার সঙ্গেও একই দিন হোটেল সাংগ্রিলায় বৈঠকে মিলিত হন। এসময় নিজেদের অর্থনৈতিক উন্নয়নে একে অপরকে সহায়তার কথা বলেন দুই নেতা।
বিকালে ড. ইউনূস মিয়ানমারের সরকার প্রধানের সঙ্গে সাংগ্রিলার লবিতে হাটতে হাটতে বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন বলে জানা গেছে।
ভিওডি বাংলা/এম
নাইটক্লাবের বাইরে গাড়িচাপায় আহত ৩০
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে একটি নাইটক্লাবের বাইরে গাড়ি …

নেতানিয়াহু হিটলারকেও ছাড়িয়ে গেছেন: এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন …

আইন ভাঙলে বাতিল হবে ভিসা, কড়া হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস বিদেশি নাগরিকদের জন্য কড়া সতর্কবার্তা জারি …
