যুক্তরাষ্ট্রসহ
পশ্চিমা বিশ্বে রপ্তানি বাড়বে, আশা প্রেস সচিবের


নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্ক বৃদ্ধির ফলেও দেশটিতে রপ্তানি কমবে না বরং বাড়বে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার( ৫এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে আরোপিত শুল্ক পর্যালোচনায় শনিবার সন্ধ্যায় জরুরি বৈঠক ডাকেন প্রধান উপদেষ্টা। বৈঠকে অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টা, বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তারা অংশ নিয়েছেন।
বৈঠক শুরুর আগে কথা বলেন তার প্রেস সচিব। শফিকুল আলম বলেন, ‘আজকের বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত হবে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের বাজারে বাংলাদেশের রপ্তানি আরও বাড়বে।’
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘আমরা এমন কিছু করব যার ফলে বর্তমানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে যে পরিমাণ রপ্তানি করে তার চেয়ে বাড়বে। আমি এটা বলে দিতে পারি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি কমবে না, বরং আরও বাড়বে।’
এদিকে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে শুল্ক-কর কমানো যায় কি না, তা পর্যালোচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যুক্তরাষ্ট্র থেকে আড়াই হাজারের মতো পণ্য আমদানি করা হয়। সেসব পণ্যের ওপর শুল্ক-কর কত, তা পর্যালোচনা করা হচ্ছে। এছাড়া আমেরিকা থেকে আমদানি করা সেবার শুল্ক নিয়েও একই চিন্তাভাবনা করা হচ্ছে।
ভিওডি বাংলা/এম
মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহেরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক …

মাইলস্টোনে মৃত্যু ২৯, হাসপাতালে ৬৯ : স্বাস্থ্য অধিদপ্তর
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের …

এগিয়ে যাচ্ছে জাতীয় সনদ প্রক্রিয়া : আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আজকের আলোচনা …
