• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামায়াত খুনির দল

কেয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না

   ১১ এপ্রিল ২০২৫, ০২:৩০ পি.এম.

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ 

জামায়াতে ইসলামীকে খুনির দল আখ্যা দিয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও মুক্তিযোদ্ধা নুর করিম বলেন, ‘১৯৭১ সালে তারা ৩০ লাখ মানুষ হত্যা করেছে। দুই লাখ মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে। এমনকি ছোট শিশুদেরও হত্যা করতে তারা দ্বিধা করেনি। তাদের ক্ষমতায় আসার স্বপ্ন কেয়ামত পর্যন্ত পূরণ হবে না।’

বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এক প্রতিবাদ সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার নুর করিম এসব কথা বলেন।

বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের ব্যানারে আয়োজিত এ সভায় নুর করিম জামায়াতকে লুণ্ঠনকারী দল হিসেবে আখ্যা দিয়েছে।

তিনি বলেন, ‘১৯৭১ সালে তারা লুটপাট করে টাকার পাহাড় গড়েছে। সেই অর্থ দিয়ে তারা এখনও রাজনীতি করে। তারা শুধু আমাদের নয়, আমাদের মা-বোনদেরও হত্যা করেছে। বিদেশে অর্থ পাঠিয়ে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডাও চালাচ্ছে।’

বক্তব্যের একপর্যায়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধেও জামায়াতের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন নুর করিম। তিনি বলেন, ‘আমরা তাদের বিষ দাঁত ভেঙে দেব।’

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাড়াশের দলিল লেখক সমিতির সাবেক সভাপতির লাইসেন্স বাতিল
তাড়াশের দলিল লেখক সমিতির সাবেক সভাপতির লাইসেন্স বাতিল
যশোরে মুরগি বিক্রির বাকি টাকা চাওয়াতে পিটিয়ে হত্যা
যশোরে মুরগি বিক্রির বাকি টাকা চাওয়াতে পিটিয়ে হত্যা
কুষ্টিয়ায় দাফন হলো বিমান বিধ্বস্তে নিহত রজনী ইসলামের
কুষ্টিয়ায় দাফন হলো বিমান বিধ্বস্তে নিহত রজনী ইসলামের