• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পিএসএল

এক বছর নিষিদ্ধ হলেন প্রোটিয়া ক্রিকেটার বশ

   ১১ এপ্রিল ২০২৫, ০৪:১১ পি.এম.
ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান প্রিমিয়ার লিগে (পিএসএল) চুক্তিবদ্ধ থাকা অবস্থায় ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার প্রস্তাব গ্রহণ করায় প্রোটিয়া অলরাউন্ডার করবিন বশকে পিএসএল থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এছাড়াও তাকে বশকে আর্থিক জরিমানা করেছে তারা। তবে জরিমানার পরিমাণ কত, তা জানা যায়নি।

ক্রিকেটারদের সঙ্গে চুক্তিতে অপ্রকাশযোগ্য নীতিমালা থাকায় বিষয়টি গোপন রয়েছে বলে এক সূত্রের বরাতে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

পিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বশ জানিয়েছেন, ‘পিএসএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তে আমি লজ্জিত। সে কারণে পাকিস্তান, পেশোয়ার জালমিসহ ক্রিকেট সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।

নিষেধাজ্ঞা মেনে নিয়ে আবারও পিএসএলে খেলার প্রত্যাশা নিয়ে বশ বলেন, ‘আমি আমার কাজের পূর্ণ দায়িত্ব নিচ্ছি এবং শাস্তি হিসেবে আরোপিত জরিমানা ও এক বছরের নিষেধাজ্ঞা মেনে নিচ্ছি। এটি আমার জন্য কঠিন শিক্ষা হলেও আমি এই অভিজ্ঞতা থেকে শিখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে নতুন উদ্যম ও ভক্তদের আস্থা নিয়ে আবারও পিএসএলে ফিরে আসার আশা রাখি।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তে লিভারপুল; দুর্দান্ত কামব্যাক বার্সা-বায়ার্নের
শেষ মুহূর্তে লিভারপুল; দুর্দান্ত কামব্যাক বার্সা-বায়ার্নের
নড়বড়ে রিয়ালে একের পর এক ইনজুরির ধাক্কা
নড়বড়ে রিয়ালে একের পর এক ইনজুরির ধাক্কা
মায়ামিতে শিরোপা জিতেও ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় সুয়ারেজ
মায়ামিতে শিরোপা জিতেও ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় সুয়ারেজ