• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিলেট কারাগারে বিয়ে

   ১১ এপ্রিল ২০২৫, ০৮:০৮ পি.এম.

সিলেট প্রতিনিধি 

সিলেট কারাগারে বিয়ে হলো বাদী-বিবাদীর। প্রণয় থেকে ঘনিষ্ঠতা, একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন প্রেমিকা। তখন বিয়ের জন্য চাপ দিলে প্রেমিক রাজি হননি।  পরে প্রেমিকার মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। অবশেষে সিলেট কেন্দ্রীয় কারাগারে তাদের বিয়ে হয়।

বর গোলাপগঞ্জের বাসিন্দা শিমুল এবং কনে সুনামগঞ্জের বাসিন্দা।

জানা যায়, শিমুলের সঙ্গে ওই নারীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। একপর্যায়ে ওই তরুণী তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তিনি শিমুলকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু শিমুল বিয়ে না করে পালিয়ে যান।

এ ঘটনায় ওই নারী বাদী হয়ে শাহপরাণ থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ মামলায় শিমুল কারাগারে বন্দি আছেন।

এ ব্যাপারে বিয়ের কাজি সজিব আহমেদ তালুকদার বলেন, সম্প্রতি শিমুল জামিনের আবেদন করলে উচ্চ আদালত তাদের দুইজনের বিয়ের নির্দেশ দেন। পরে উভয়পক্ষের সম্মতিতে এবং তাদের অভিভাকরা উপস্থিতিতে গত বুধবার দুপুরে সিলেট কেন্দ্রীয় কারাগারে এ বিয়ে সম্পন্ন হয়। বিয়ের মহোরানা ছিল ৫ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন কারাগারের জেলার আরিফুর রহমান বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের বিয়ে হয়েছে। এ সময় কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বর-কনের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

তাদের বিয়ের কাবিন, এফিডেভিটসহ অন্যান্য কাগজপত্র হাতে পাওয়ার পর তা আদালতে উপস্থাপন করা হবে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেনীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফেনীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
‘শিক্ষার আলো ছড়াবে সোমনারায়নের নবনির্মিত ভবনে’: ইউএনও
‘শিক্ষার আলো ছড়াবে সোমনারায়নের নবনির্মিত ভবনে’: ইউএনও
মূল আসামি গ্রেফতার
মূল আসামি গ্রেফতার