• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সরকার কোনো মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়নি

   ১২ এপ্রিল ২০২৫, ০৯:১২ পি.এম.
ছবি সংগৃহীত

নীলফামারী প্রতিনিধি
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেছেন, সরকার দেশের কোনো মেডিকেল কলেজ বন্ধ করতে চায় না বা বন্ধের কোনো সিদ্ধান্ত নেয়নি। সরকার চায় না দেশের কোনো মেডিকেল কলেজ বন্ধ হোক। তবে মানসম্মত শিক্ষা দিতে ব্যর্থ হলে সিদ্ধান্ত নিতে হতে পারে। 

শনিবার (১২ এপ্রিল) নীলফামারী সরকারি মেডিকেল কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

ডা. নাজমুল হোসেন বলেন, দেশের ৩৭টি মেডিকেল কলেজের মধ্যে সবচেয়ে পুরাতন ৮টি ও নবীন ৬টি মেডিকেল কলেজ ভিন্ন ভিন্নভাবে ভারাক্রান্ত। তবে নবীন ৬টি মেডিকেল কলেজের মধ্যে নীলফামারী মেডিকেল কলেজটির অবস্থা অনেক ভালো। নবীন মেডিকেল কলেজ কলেজগুলোর অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকার প্রয়োজনীয় প্রকল্প হাতে নিয়েছে।

তিনি  বলেন, নবীন প্রবীণ সব মিলিয়ে যে সব মেডিকেল কলেজে মানসম্মত শিক্ষা দিতে ব্যর্থ হবে সেসকল মেডিকেল কলেজের বিষয়ে আমাদের কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে। আর আমরা যা সিদ্ধান্ত নেব সকলের ভালোর জন্য নেব, আমরা চাই না মেডিকেল কলেজগুলো থেকে এমন কোনো চিকিৎসক তৈরি হোক যারা মানসম্মত চিকিৎসা দিতে পারবে না। 

এর কারণ আমরা যদি যথাযথ শিক্ষা দিতে না পারি তাহলে যথাযথ চিকিৎসক তৈরি করতে পারবো না। আমাদের প্রথম চেষ্টা থাকবে এই সকল মেডিকেল কলেজগুলোর বিবিধ মান উন্নয়ন করা। 

এর আগে সকালে নীলফামারী সরকারি মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিম্মা হোসেনের সভাপতিত্বে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। মতবিনিময় সভায় নীলফামারী সরকারি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণসহ সার্বিক সমস্যা মহাপরিচালকের কাছে তুলে ধরেন শিক্ষক-শিক্ষার্থীরা।

পরিদর্শন শেষে অস্থায়ী ক্যাম্পাসে গাছ রোপণ করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (মানবসম্পদ ও ব্যবস্থাপনা) ডা. মাসুদুর রহমান, উপপরিচালক (সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ) ডা. সৈয়দ মোহাম্মদ বাকী বিল্লাহসহ রংপুর ও দিনাজপুর সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত ৬২ মৃত্যু
চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত ৬২ মৃত্যু
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫ জন
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫ জন