• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নেত্রকোনা

বিএনপির আহ্বায়ক কমিটির সঙ্গে শহীদ জিয়া স্মৃতি সংসদের সাক্ষাৎ

   ১৩ এপ্রিল ২০২৫, ০৫:৪৫ পি.এম.

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ 

নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দের  সাথে নব গঠিত নেত্রকোনা জেলা  শহীদ জিয়া স্মৃতি সংসদের সৌজন্যে সাক্ষাৎ।

শনিবার (১২ এপ্রিল) রাত ৮  ঘটিকার সময় নেত্রকোনা আধুনিক সদর  হাসপাতাল রোডে জেলা বিএনপির আহবায়ক এর নিজ বাস ভবনে নেত্রকোনা জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে  ফুলের তোড়া দিয়ে সৌজন্যে  সাক্ষাৎ করে। শহীদ জিয়া স্মৃতি সংসদ, নেত্রকোনা জেলা কমিটির  তালিকা হস্তান্তর করা হয়।

এসময়, জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক ডাঃ মোঃ  আনোয়ারুল হক, সদস্য সচিব ডঃ রফিকুল ইসলাম হিলালি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব নব গঠিত শহীদ জিয়া স্মৃতি সংসদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানান এবং  শহীদ জিয়ার আদর্শ ও বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তনায়নে আন্তরিকভাবে কাজ করার জন্য পরামর্শ প্রদান করেন।

শহীদ জিয়া স্মৃতি সংসদের পক্ষ থেকে জেলা কমিটির আহ্বায়ক শেখ এ.কে.এম. শহীদুল ইসলাম ছোটন এবং সদস্য সচিব মোস্তাফিজুর রহমান খান পন্নী খোকন সহ যুগ্ম আহ্বায়ক ও সকল সদস্য ফুলের তোড়া দিয়ে সম্মানিত আহ্বায়ক ও  সদস্য সচিবকে শুভেচ্ছা জানান।

ভিওডি বাংলা/একে এম এরশাদুল হক জনি/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের মামলায় কবর থেকে বাবার লাশ উত্তোলন
৬ মাস পর ছেলের মামলায় কবর থেকে বাবার লাশ উত্তোলন
ইউএনও জিল্লুর রহমানের কর্মদক্ষতায় বদলে যাচ্ছে প্রশাসন
নবাবগঞ্জ ইউএনও জিল্লুর রহমানের কর্মদক্ষতায় বদলে যাচ্ছে প্রশাসন
রেভারেন্ড পল মুন্সীর স্মরণে সিএসএস এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
কালুখালী রেভারেন্ড পল মুন্সীর স্মরণে সিএসএস এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প