• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাঙ্গাবালীতে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত

   ১৪ এপ্রিল ২০২৫, ০৫:৪৬ পি.এম.

মোঃ কাওছার আহম্মেদ, রাঙ্গাবালী (পটুয়াখালী) 

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে বর্ণিল আয়োজনে রাঙ্গাবালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় সূচনা হওয়া এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন হাজারো মানুষ। শোভাযাত্রায় অংশ নিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং নানা বয়সী মানুষ। 

ভোর থেকেই উপজেলা চত্বর ছিল উৎসবের রঙে রাঙানো। ভোরের আলো ফুটতেই বিভিন্ন শ্রেনী পেশার মানুষ জমতে শুরু করে। 

শোভাযাত্রায় বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা , বিলুপ্ত প্রায় গরুর গাড়ি, পালকিতে করে নববধূ রূপে বাংলার কৃষানী , ঝাকিজাল দিয়ে মাছ ধরা সহ নানা আকৃতির শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে গ্রামীণ জীবন ও প্রকৃতিনির্ভর মানুষের সংগ্রামের রূপ।

উপজেলার বিভিন্ন প্রান্ত এই বর্ণিল শোভাযাত্রায় অংশ নিতে। হলুদ, লাল, সবুজ ও কমলা রঙের পোশাকে সেজেছেন সবাই। নারীদের মাথায় ফুলের মালা, হাতে রঙিন চুড়ি এবং শিশুদের মুখে উচ্ছ্বাস-সব মিলিয়ে ছিল প্রাণবন্ত পরিবেশ।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিশোরগঞ্জে এনসিপির লোক ভেবে সাংবাদিকের উপর হামলা
কিশোরগঞ্জে এনসিপির লোক ভেবে সাংবাদিকের উপর হামলা
মরদেহ পোড়ানোর ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না : অতিরিক্ত ডিআইজি
মরদেহ পোড়ানোর ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না : অতিরিক্ত ডিআইজি
রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ