• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ওয়াকফ আইন পাস

ভারতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদ্রাসা

   ১৪ এপ্রিল ২০২৫, ০৫:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
আইন সংশোধনীর পর ভারতের মধ্যপ্রদেশের পান্না জেলার একটি মাদ্রাসা গুঁড়িয়ে দেয়া হয়েছে। ৩০ বছর আগে নির্মিত ওই মাদ্রাসাটিকে ‘অবৈধ’ ঘোষণা করে ভাঙা হয়েছে।

দেশটির প্রশাসনিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, সাম্প্রতিক ওয়াকফ আইনের সংশোধনীর আলোকে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

সংবাদ মাধ্যমটির তথ্যানুসারে, ৩০ বছর ধরে ‘অবৈধভাবে’ মাদ্রাসাটি পরিচালিত হচ্ছিল। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যপ্রদেশ ইউনিটের প্রধান ভিডি শর্মার অভিযোগের পর ওই মাদ্রাসা পরিচালকদের নোটিশ জারি করা হয়েছিল।

মাদ্রাসাটির পরিচালক দাবি করেছেন যে, তিনি প্রাথমিকভাবে গ্রাম পঞ্চায়েত থেকে মাদ্রাসার জন্য অনুমতি নিয়েছিলেন। তবে, পরে এলাকাটি পৌর কর্পোরেশনের এখতিয়ারভুক্ত করা হয়। যার কারণে অবকাঠামোটি ‘অবৈধ’ বলে বিবেচিত হয়। ফলে কর্তৃপক্ষ ‘স্বেচ্ছায়’ এটি ভাঙার জন্য একটি চূড়ান্ত নোটিশ জারি করে।

তবে ওয়াকফ আইনের সংশোধনীর পর ওই মাদ্রাসাটি সরকারি জমিতে নির্মিত হয়েছিল বলে টাইমস অব ইন্ডিয়ার কাছে দাবি করেছেন স্থানীয় কর্মকর্তারা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স: ম্যাক্রোঁ
ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স: ম্যাক্রোঁ
৫০ আরোহী নিয়ে রাশিয়ান বিমান নিখোঁজ
৫০ আরোহী নিয়ে রাশিয়ান বিমান নিখোঁজ
মুসলমানদের অবৈধভাবে বাংলাদেশে বিতাড়িত করছে ভারত
মুসলমানদের অবৈধভাবে বাংলাদেশে বিতাড়িত করছে ভারত