• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

   ১৬ এপ্রিল ২০২৫, ০৪:৩৯ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

কয়েক দিনের ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি নেমেছে। বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে শুরু হয় ঝোড়ো হাওয়া, পরক্ষণেই নামে বৃষ্টি। এতে রাজধানীবাসীকে স্বস্তি দিয়েছে।

দুপুর থেকেই রাজধানী বিভিন্ন এলাকার আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে। কিছু সময়ের মধ্যেই ঝোড়ো বাতাস শুরু হয়। এরপর বৃষ্টি নামে। হালকা বৃষ্টি হলেও কিছু সময়ের মধ্যে এসব এলাকার বিভিন্ন সড়ক ভেজা দেখা গেছে। আবার অনেক এলাকায় বৃষ্টি না হলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে বৃষ্টির কারণে রাতের তাপমাত্রা অনেকটাই কমবে। তাপপ্রবাহের মধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং শিলাবৃষ্টির কথাও বলা হয়েছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পল্টনে ককটেল বিস্ফোরণ
পল্টনে ককটেল বিস্ফোরণ
রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
হাতিরঝিলে চক্রাকার বাসে চালু হচ্ছে ‘র‌্যাপিড পাস’
হাতিরঝিলে চক্রাকার বাসে চালু হচ্ছে ‘র‌্যাপিড পাস’