রাজধানীতে স্বস্তির বৃষ্টি


নিজস্ব প্রতিবেদক
কয়েক দিনের ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি নেমেছে। বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে শুরু হয় ঝোড়ো হাওয়া, পরক্ষণেই নামে বৃষ্টি। এতে রাজধানীবাসীকে স্বস্তি দিয়েছে।
দুপুর থেকেই রাজধানী বিভিন্ন এলাকার আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে। কিছু সময়ের মধ্যেই ঝোড়ো বাতাস শুরু হয়। এরপর বৃষ্টি নামে। হালকা বৃষ্টি হলেও কিছু সময়ের মধ্যে এসব এলাকার বিভিন্ন সড়ক ভেজা দেখা গেছে। আবার অনেক এলাকায় বৃষ্টি না হলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে বৃষ্টির কারণে রাতের তাপমাত্রা অনেকটাই কমবে। তাপপ্রবাহের মধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং শিলাবৃষ্টির কথাও বলা হয়েছে।
ভিওডি বাংলা/এম
সুরভিতে শিশু-কিশোরদের শোকসভা অনুষ্ঠিত
রাজধানীর ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের উপরে মর্মান্তিক বিমান …

‘বড় সন্তানকে বের করতে পেরেছি, ছোটটাকে খুঁজে পাচ্ছি না’
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর …

‘আমার সায়েরকে খুঁজে পাচ্ছি না’
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরায় মাইলস্টোল স্কুলে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় …
