• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১১ তলা থেকে পড়ে মারা গেলেন ফুটবলার

   ১৬ এপ্রিল ২০২৫, ১০:০১ পি.এম.
অ্যারন বুপেন্দজা। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক
গত জানুয়ারিতেই রোমানিয়ার ক্লাব র‍্যাপিড বুখারেস্ট থেকে চীনের জেনজিয়াং এফসিতে যোগ দিয়েছিলেন গ্যাবনের ফরোয়ার্ড অ্যারন বুপেন্দজা। ক্লাবটির হয়ে দুর্দান্ত ফর্মেও ছিলেন তিনি। ছয় ম্যাচে করে ফেলেছিলেন তিনি। তবে সবকিছুই থেমে গেল এক দুর্ঘটনায়।

চীনের একটি ভবনের ১১ তলা থেকে পড়ে মারা গেছেন বুপেন্দজা। মাত্র ২৮ বছর বয়সেই জীবনপ্রদীপ নিভে যায় তার। আজ বুধবার এক বিবৃতিতে বুপেন্দজার মৃত্যুর খবর জানায় গ্যাবনের ফুটবল ফেডারেশন। 

বুপেন্দজার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কোন পরিস্থিতিতে হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে, তা এখনো পরিষ্কার নয় বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান।

গ্যাবন জাতীয় দলের হয়ে ৩৫টি ম্যাচ খেলেছেন বুপেন্দজা। ক্লাব ক্যারিয়ারে ২১৮ ম্যাচে ৯৬ গোল করেছেন তিনি। খেলেছেন ফ্রান্স, তুরস্ক, কাতার, যুক্তরাষ্ট্র ও চীনের বেশ কয়েকটি ক্লাবে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৭–৩১: ডব্লিউটিসি ফাইনালের ভেন্যু ইংল্যান্ড
২০২৭–৩১: ডব্লিউটিসি ফাইনালের ভেন্যু ইংল্যান্ড
খাবার-পানি নিয়ে স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করল বিসিবি
খাবার-পানি নিয়ে স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করল বিসিবি
এই কঠিন সময়ে আসুন সবাই একসঙ্গে প্রার্থনায় শামিল হই: মাশরাফি
এই কঠিন সময়ে আসুন সবাই একসঙ্গে প্রার্থনায় শামিল হই: মাশরাফি