• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভুল বোঝাবুঝি বাড়লে ফ্যাসিবাদ মাথাচাড়া দেবেই: রিজভী

   ১৯ এপ্রিল ২০২৫, ০৫:১৩ পি.এম.
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
‘সংস্কার না করে নির্বাচন করলে যে দল ক্ষমতায় আসবে তারা আদৌ কি সংস্কার করতে পারবে’- এমন যারা ভাবছেন তাদের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার হলো রাজনৈতিক অঙ্গিকার। যে দল নির্বাচিত হবে তাদের তো সংসদে বিষয়গুলো পাশ করিয়ে নিতে হবে। অথচ এ নিয়ে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। যদি নতুন ও পুরাতন রাজনৈতিক দলগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি বাড়ে, তাহলে তো ফ্যাসিবাদ মাথা তোলার চেষ্টা করবেই।

সংস্কারকে রাজনৈতিক এজেন্ডা বলে মন্তব্য করে তিনি বলেন, ‘সংস্কার একবারে হয় না। সংসদে আলোচানার মধ্যে সংস্কার হয়। বর্তমান সরকারের দায়িত্ব নেয়ার ৮ মাস হয়ে গেছে। যদি ডিসেম্বরের সরকার সংসদ নির্বাচন দেয়, তাহলে ৮ মাসের মতো বাকি আছে। তাহলে সংস্কার করতে আর কতো সময় লাগতে পারে? বর্তমান যেটাই সংস্কার করুক সেটা পরবর্তী সংসদে পাস করতে হবে।’

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে নাটোর শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে জিয়া পরিষদ, নাটোর আয়োজিত স্বাধীনতা-সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র এবং জিয়াউর রহমান শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ভারতকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘দানবরূপী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশকে নিয়ে অপ্রচারের পাশাপাশি ষড়যন্ত্র শুরু করেছে। শেখ হানিাকে প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে তারা নিয়ন্ত্রণে রেখেছিল।’ 

বাংলাদেশকে আবার কব্জার মধ্যে নেয়ার জন্য ভারত ষড়যন্ত্র শুরু করেছে বলে দাবি করেন রিজভী।

সেমিনারের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, যারা নির্বাচনকে পেছনে নেওয়ার জন্য ষড়যন্ত্র করছেন, তারা মনে রাখবেন- বাংলাদেশের মানুষ অতো বোকা নয়। বর্তমান সরকারের প্রতি আমাদের আহবান, দ্রুত সময়ের ভেতর নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নেন। দেশের মানুষকে মুক্তি দেন।

দুলু বলেন, বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। দলের অভ্যন্তরেও অনেকে ত্যাগী নেতাদের সম্পর্কে কেন্দ্রে মিথ্যা, ভুল তথ্য দিয়ে ডোবানোর চেষ্টা করছেন। এ সব ক্রিমিনালদের বিরুদ্ধে নাটোর বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে।

এসময় সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, জিয়া পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব প্রফেসর  ড. মো. এমতাজ হোসেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, নাটোর জেলা জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরী স্বপন, সাধারণ সম্পাদক শাহ মো. শরিফুল ইসলাম প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিহতদের স্মরণে সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল
নিহতদের স্মরণে সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল
হতাহতদের জন্য ‘রক্ত সংগ্রহের তালিকায়’ প্রশংসা কুড়াচ্ছে ছাত্রদল
হতাহতদের জন্য ‘রক্ত সংগ্রহের তালিকায়’ প্রশংসা কুড়াচ্ছে ছাত্রদল
উপদেষ্টাদের দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখছি : নাহিদ
উপদেষ্টাদের দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখছি : নাহিদ