• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন

   ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৪৭ পি.এম.

আন্তর্জাতিক ডেস্কঃ 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষ্যে ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে ক্রেমলিন।

শনিবার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ক্রেমলিন জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা (জিএমটি ২১.০০) থেকে এক পার্শ্বিক এ যুদ্ধবিরতি কার্যকর হবে, যা আগামী সোমবার (২১ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত চলবে। এ সময় ইউক্রেনে সবধরনের হামলা বন্ধ রাখবে রুশ সেনারা।

তারা আরও জানিয়েছে, তারা আশা করছে ইউক্রেন একই পদক্ষেপ গ্রহণ করবে এবং ইস্টারের সময়ে সব ধরনের হামলা থেকে বিরত থাকবে।

ক্রেমলিনে এক বৈঠকে পুতিন তার সামরিক প্রধান ভ্যালেরি গেরাসিমভকে বলেন, ‘মানবিক বিবেচনার ভিত্তিতে ... রাশিয়ান পক্ষ ইস্টার উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা করছে। আমি এই সময়ের জন্য সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ করার নির্দেশ দিচ্ছি।’

পুতিন আরও বলেন, ‘আমরা ধরে নিচ্ছি যে ইউক্রেন আমাদের উদাহরণ অনুসরণ করবে। একইসঙ্গে, আমাদের সৈন্যরা যুদ্ধবিরতি লঙ্ঘন এবং শত্রুর উস্কানিসহ যেকোনো আক্রমণাত্মক পদক্ষেপ প্রতিহত করার জন্য প্রস্তুত থাকবে।’

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বেপরোয়া কৌশল’ অনুসরণ করছে ইথ্রি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
‘বেপরোয়া কৌশল’ অনুসরণ করছে ইথ্রি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ট্রায়ালে সফল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন
ট্রায়ালে সফল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন
ইউক্রেনের মন্ত্রিসভার ভবনে রাশিয়ার হামলা
ইউক্রেনের মন্ত্রিসভার ভবনে রাশিয়ার হামলা