কুড়িগ্রামে ৭ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার


কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পুলিশের একটি চৌকস টিম ৭ কেজি মাদকসহ ২জনকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১৮ এপ্রিল) সকাল আনুমানিক ০৬.৪০ ঘটিকায় নাগেশ্বরী থানাধীন কাচারী পায়রাডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অভিযান চালায়।
মাদক কারবারি ১। মোঃ মাইদুল ইসলাম (৩৮), পিতা- মৃত আব্দুস ছামাদ, গ্রামঃ গোপালপুর বোর্ডেরহাট ২। মোঃ রবিউল ইসলাম (৪০), পিতা-মৃত আব্দুল লতিফ, গ্রাম-দক্ষিণ রামখানা, উভয়থানাঃ নাগেশ্বরী, জেলাঃ কুড়িগ্রামদ্বয়কে হাতেনাতে গ্রেপ্তার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিবি মোঃ বজলার রহমান বলেন নাগেশ্বরী থানা এলাকায় ৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা পুলিশ ।
উক্ত বিষয়ে গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করছি।
ভিওডি বাংলা/মোঃএরশাদুল হক/এম
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
যৌতুক না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে মো. ছলেমান (৪১) …

টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে লংমার্চ
ফেনীতে প্রজন্মভিত্তিক টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে পানি উন্নয়ন …

রাজশাহী পুঠিয়ায় এক পায়ে স্বপ্নের পথে হাঁটছেন সোনিয়া
‘মা মাটি কাটার কাজ করেন। ছোট ভাই রাজমিস্ত্রির জোগালে। আব্বুর …
