গাজায় গণহত্যা বন্ধে ইবিতে ভিন্নধর্মী মানববন্ধন


ইবি প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে র্যালি ও মানববন্ধন করেছে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর তারারমেলা শাখা।
রোববার (২০ এপ্রিল) বেলা ১১ টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তারা এ র্যালি বের করে। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে সমবেত হয়।
র্যালিতে শিশুরা প্রতীকী রক্তাক্ত লাশ, ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ডের মাধ্যমে প্রতিবাদ জানায়। এসময় তাদের "ফ্রম দ্যা রিভার টু দ্যা সি’ প্যালেস্টাইন উইল বি ফ্রি", " ফ্রি ফ্রি প্যালেস্টাইন", "ওয়ান টু থ্রি ফোর ইজরায়েল নো মোর" ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় তাদের।
মানববন্ধনে সাকসেস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পরিচালক রায়হান জামিল বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের রক্ত নিয়ে হলি খেলায় মেতে উঠেছে। ফিলিস্তিনের গাজা ও রাফা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে তবুও তাদেরকে নগ্ন সমর্থন দিয়ে যাচ্ছে পশ্চিমা শক্তি সহ আমাদের পাশ্ববর্তী রাষ্ট্র আগ্রাসী ভারত। ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য মুসলিম হওয়ার প্রয়োজন নাই, ন্যূনতম মনুষ্যত্ববোধ থাকলেই প্রতিবাদ করা সম্ভব। কিন্তু আমরা যাদেরকে মানবতার ফেরিওয়ালা বলে থাকি তাদের মনুষ্যত্ব, মানবিকতা মৃত দেখতে পাচ্ছি।"
ফুলকড়ি আসরের পরিচালক আহমদ আবদুল্লাহ বলেন, "ফিলিস্তিন একদিন স্বাধীন হবে যেটা মহান আল্লাহ পবিত্র কুরআনে বর্ননা করেছেন। ফিলিস্তিনের বিজয় সুনিশ্চিত, ফিলিস্তিনের পশ্চিম তীর সহ গাজা ও রাফায় ইহুদিবাদী ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে সেটা তাদের একটি ভুল সিদ্ধান্ত, কারণ মুসলমানদের বিজয় এখান থেকেই শুরু হবে ইনশাআল্লাহ।"
ভিওডি বাংলা/মো. সামিউল ইসলাম/এম
পাঁচদিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন জাবি উপাচার্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এ্যাসোসিয়েশন ডি.সি (জেইউএএডিসি) এর আমন্ত্রণে গ্লোবাল রিইউনিয়ন-২০২৫ …

মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে জাবিতে মশাল মিছিল
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের …

বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের জন্য জাবি শিবিরের দোয়া মাহফিল
উত্তরা মাইলস্টোন স্কুল ও কলেজে ফাইটার জেট বিধ্বস্ত হয়ে নিহত …
