পারভেজ হত্যায় কুড়িগ্রামে ছাত্রদলের মানববন্ধন


কুড়িগ্রাম প্রতিনিধি
রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল ) বেলা ১১ টার দিকে কুড়িগ্রাম সরকারি কলেজ ও মজিদা আদর্শ ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাস প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধন থেকে পারভেজকে ছাত্রদল নেতা দাবি করে বক্তারা বলেন, পারভেজ ছাত্রদলের মেধাবী কর্মী। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে৷ আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন - কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুর রহমান (রুবেল) যুগ্ন-সাধারণ সম্পাদক সরোয়ার আহমেদ (শাওন),যুগ্ন-সাধারণ সম্পাদক বিপুল রহমান,
যুগ্ন-সাধারণ সম্পাদক সোহেল রানা,যুগ্ন-সাধারণ সম্পাদক এডভোকেট আবু সাঈদ( শিথিল) দপ্তর-সম্পাদক ইকবাল রাব্বি সহ সরকারি কলেজ শাখা ও মজিদা আদর্শ ডিগ্রী কলেজ শাখা ছাএদলের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুর রহমান (রুবেল) যুগ্ন-সাধারণ সম্পাদক সরোয়ার আহমেদ (শাওন),যুগ্ন-সাধারণ সম্পাদক- বিপুল রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা,যুগ্ন-সাধারণ সম্পাদক এডভোকেট আবু সাঈদ( শিথিল)সহ সরকারি কলেজ ও মজিদা আদর্শ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।
ভিওডি বাংলা/মোঃএরশাদুল হক/এম
রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার
গোয়ালন্দে নারী-শিশুর সুরক্ষা বিষয়ক কর্মশালা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত …

হরিপুরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৬টি ইউনিয়নের ৫০ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল, পোশাক …
