কুড়িগ্রামে
পুলিশের বিশেষ অভিযানে আ. লীগের ৩১ নেতাকর্মী গ্রেপ্তার


কুড়িগ্রাম প্রতিনিধি
নাশকতা বিরোধী' বিশেষ অভিযানে কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় আওয়ামী লীগের বিভিন্ন পদধারী ৩১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার আসামি।
সোমবার (২১ এপ্রিল) দুপুরের দিকে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলা পুলিশের 'নাশকতা বিরোধী' বিশেষ অভিযানে রোববার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত) আওয়ামী লীগের ৩১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে সদর থানায় সাতজন, রাজারহাট থানায় দুইজন, উলিপুর থানায় তিনজন, নাগেশ্বরী থানায় একজন।
এছাড়াও ফুলবাড়ী থানায় চারজন, ভূরুঙ্গামারী থানায় পাঁচজন, চিলমারী থানায় দুইজন, রাজিবপুর থানায় দুইজন, রৌমারী থানায় একজন, কচাকাটা থানায় দুইজন ও ঢুষমারা থানায় দুইজন সহ গত ২৪ ঘন্টায় জেলায় আওয়ামী লীগের বিভিন্ন পদধারি মোট ৩১ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বলেন, 'চলমান নাশকতা বিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের মোট ৩১ জন ফ্যাসিস্টকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এই অভিযান নিয়মিত চলমান থাকবে।
ভিওডি বাংলা/মোঃ মশিউর রহমান বিপুল/এম
নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা উদ্ধার
হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে মালিকদের নিকট …

লামায় রিসোর্ট থেকে পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জায় ডেঞ্জার হিল নামক একটি রিসোর্ট থেকে …

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৭
কুষ্টিয়া নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত …
