যেকোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপি
যা কমিটমেন্ট করেছি তা বাস্তবায়ন করব- তারেক রহমান


জ্যেষ্ঠ প্রতিবেদক
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে আলোচনার জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা যখন ৩১ দফা দিয়েছি, তখন সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে দিয়েছি। তখন আমাদের দলের মহাসচিব কারগারে, চেয়ারপারসন কারাগারে। সুতরাং আমরা যা দিয়েছি জেনে বুঝেই দিয়েছি। আমাদের নিয়ত পরিষ্কার। আমরা যা যা কমিটমেন্ট করেছি তা বাস্তবায়ন করবো। আমাদের সীমাবদ্ধতা আছে। লিমিটেশন থাকতেই পারে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমরা যা যা বাস্তবায়ন করতে পারি করবো। বাকিটুকু আমাদের পরবর্তী প্রজন্ম করবে। সংস্কার এভাবেই চলতে থাকবে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তারেক রহমান এসব কথা বলেন। দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় এর আয়োজনে করে দলটির প্রশিক্ষণ বিষয়ক কমিটি।
তারেক রহমান বলেন, ৩১ দফা বাস্তবায়ন করবো। আমরা যে সংগ্রামের জন্য রাজপথে নেমে এসেছিলাম, জুলাই-আগস্টে যে হত্যা হয়েছে, যুদ্ধ ছাড়া শিশু হত্যা হয় না। তাই আমরা জাতীয়তাবাদী দল প্রতিজ্ঞাবদ্ধ যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করবোই।
কর্মশালায় অংশ নেওয়া নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, এই ৩১ দফা সারাদেশে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে তাদের ঘরে, যারা বিশ্বাস করে না তাদের কাছেও এই ৩১ দফা। কারণ আমরা রাষ্ট্র মেরামত করতে চাই। তাই যত বেশি মানুষকে ৩১ দফায় আনতে পারবেন তত বেশি আপনার পক্ষে ভোট আনতে পারবেন।
তারেক রহমান আরও বলেন, সংস্কার কাজকে যদি চলমান রাখতে হয়, তাহলে জনগণের কাছে যেতে হবে। আপনার পক্ষে যদি ভোট আনতে হয় তাহলে জনগণের কাছে যেতে হবে। তাই আজকে আসুন, প্রতিজ্ঞা হোক জনগণের পাশে থাকব, জনগণকে পাশে রাখব।
ভিওডি বাংলা/ এমএইচ/এমপি
ফ্যাসিবাদ পুনরুত্থানের শঙ্কা: ইসলামী আন্দোলন
গেট ভেঙে সচিবালয়ে প্রবেশের ঘটনায় ফ্যাসিবাদের পুনরুত্থানের শঙ্কা …

ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিল ছাত্রদল নেতারা
সচিবালয়ের সামনে ‘শেখ হাসিনা আসবে’ বলে স্লোগান দেওয়ায় নিষিদ্ধ সংগঠন …

হতাহতদের সহায়তায় নিরলস কাজ করছে ছাত্রদল: নাছির
উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্তের পর থেকেই ছাত্রদল কেন্দ্রীয় …
