ইবিতে সম্পন্ন হলো ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা


ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ইবি সহ দেশজুড়ে গুচ্ছভুক্ত ১৯ টি বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের মতো পরীক্ষা শুরু হয়। ইবি কেন্দ্রে ১৩১০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১২৬০ শিক্ষার্থী। উপস্থিতির হার ছিল ৯৬.১৮%।
পরীক্ষা শুরু হওয়ার পূর্বে ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মনজুরুল হক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সামনে দুই পাশে স্থাপিত বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের হেল্প ডেস্ক পরিদর্শন করে। পরবর্তীতে তারা বিভিন্ন পরীক্ষা-কক্ষ পরিদর্শন করেন।
পরীক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। পরীক্ষায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিএনসিসি ও রোভার স্কাউট, আনসার, পুলিশ ও ট্রাফিক পুলিশ সক্রিয় ভূমিকা পালন করে। পাশাপাশি ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ইবি কেন্দ্রের সমন্বয়ক ড. শেলিনা নাসরিন বলেন, “পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। ৯৬.১৮ শতাংশ উপস্থিত ছিলেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং কোনো ধরনের অভিযোগও আসেনি।”
সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “প্রায় শতভাগ শিক্ষার্থীদের উপস্থিতিতে পরীক্ষা সম্পন্ন হয়েছে।প্রতিটি কক্ষে পর্যাপ্ত ইনভিজিলেটর রয়েছেন। ছাত্ররা মোটামুটি ভালো পরীক্ষা দিচ্ছে। প্রশ্ন ভালো হয়েছে বলে জানা যায়। এখন পর্যন্ত কোনো অভিযোগ বা কোনো অসংগতি চোখে পড়েনি।”
ভিওডি বাংলা/মো. সামিউল ইসলাম/এম
স্থগিত হওয়া এইচএসসির দুই পরীক্ষা একই দিনে : শিক্ষা উপদেষ্টা
শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেন, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় …

সচিবালয়ের ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েছেন শিক্ষার্থীরা
শিক্ষা উপদেষ্টা সি আবরারের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেওয়ার …

সচিবালয় ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ, সব গেট বন্ধ
বিভিন্ন দাবিতে সচিবালয়ের ফটকের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তাদের বিক্ষোভের …
