• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আ’লীগ প্রশ্নে ভাঁওতাবাজি চলবে না- নুর

   ২৫ এপ্রিল ২০২৫, ০৭:৩৫ পি.এম.
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের প্রশ্নে কোনো ধরনের ভাঁওতাবাজি চলবে না উল্লেখ করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের বিচারের কোনো অগ্রগতি না হলে প্রয়োজনে সরকারের বিরুদ্ধে দাঁড়াবে গণঅধিকার পরিষদ।

তিনি বলেন, ফ্যাসিবাদী রাষ্ট্রকে গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রে পরিণত করতে সংস্কার প্রয়োজন। তবে দ্রুত সংস্কার শেষে নির্বাচনের কোনো বিকল্প নেই। 

শুক্রবার ২৫ এপ্রিল বিকালে রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণ সমাবেশে এ কথা বলেন তিনি। 

নুর বলেন, তরুণ সমাজ ফ্যাসিবাদ হটিয়েছে, তাই আগামী দিনের নেতৃত্ব তরুণ সমাজকেই দিতে হবে। 
 
দেশকে স্থিতিশীল করতে এই মুহূর্তে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করার পাশাপাশি সকল রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিডনির কার্যক্ষমতা ফিরেছে: মেডিকেল বোর্ড
ওসমান হাদি গুলিবিদ্ধ কিডনির কার্যক্ষমতা ফিরেছে: মেডিকেল বোর্ড
যুগপৎ আন্দোলনে দূরত্ব কমাতে বিএনপি ও শরিকদের বৈঠক
যুগপৎ আন্দোলনে দূরত্ব কমাতে বিএনপি ও শরিকদের বৈঠক
আমি কি পেলাম এটা বাদ দিতে হবে
আমি কি পেলাম এটা বাদ দিতে হবে